fbpx

সম্পাদকীয় – নভেম্বর ২০২২

 

দেশ তো খাদের ধারে,
লুটছে যে যা পারে,
রিজার্ভ ক্রমে      যাচ্ছে কমে,
আমদানি ক্যান্ বাড়ে!

এমন সর্বনাশে
মন্ত্রী-আমলা হাসে!
সুযোগ পেলে     ডলার ঢেলে
বিদেশ ঘুরে আসে!

নেই বুঝি কেউ বলার,
যা জোর এদের গলার!
বেগমপাড়ায়     ব্যালেন্স বাড়ায়
পাচার ক’রে ডলার।

আমরা আছি খাঁচায়,
কে আমাদের বাঁচায়!
সামলে চলিস,     আমলা-পুলিশ
এরাই পুতুল নাচায়।

প্রাক্তন শিক্ষার্থী

পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ১৯৮৩ - ৮৪

জাফর আহমেদ খান

প্রাক্তন শিক্ষার্থী পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সেশনঃ ১৯৮৩ - ৮৪