fbpx

প্যাপাইরাসের অনলাইন সংস্করণের ৪র্থ বর্ষপূর্তি

প্যাপাইরাসের অনলাইন সংস্করণের ৪র্থ বর্ষপূর্তি

প্যাপাইরাসের অনলাইন সংস্করণের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে পরিসংখ্যান বিভাগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। গল্প, কবিতা, গান, আবৃত্তি ও ফটোগ্রাফি সহ রয়েছে দারুণ সব আয়োজন। অংশগ্ৰহনকারী প্রত্যেকের জন্য থাকছে প্যাপাইরাসের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা পুরষ্কার এবং বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কার ও সার্টিফিকেটের ব্যবস্থা। প্রতিযোগিতাটি সকল সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য।

‘’গল্পলেখা’’

পাঠকহৃদয়কে সাহিত্যের যে শাখা বরাবর আকৃষ্ট করে রেখেছে, তা হলো “গল্প”। বিভিন্ন আঙ্গিকে নিজের মনের মধ্যে জমে থাকা নানান চরিত্র কিংবা ঘটন-অঘটনের একটা শাব্দিক রূপ দিতে আপনিও বেছে নিতে পারেন “গল্প লেখার এই সুযোগটিকে।

নিয়মাবলী:

  • গল্পলেখার বিষয়:
    ১. গল্প
    ২. রম্যরচনা
    ৩. ভ্রমণকাহিনী
    ৪. ভৌতিক-কাহিনী
    (গল্পের প্রাসঙ্গিক শিরোনাম থাকা আবশ্যক)
  • শব্দসীমা : ২৫০-২০০০ শব্দের মধ্যে
  • ওয়ার্ড ফাইলে নিজের নাম, সেশন ও মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে। গল্পের সাথে প্রাসঙ্গিক ছবি সংযুক্ত করলে তা বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য পাবে।
  • পাঠানোর নিয়ম :
    আপনার লেখা গল্পটি অবশ্যই ওয়ার্ড ফাইল আকারে ইমেল করুন এই ঠিকানায় ([email protected])। ওয়ার্ড ফাইলে নিজের নাম, সেশন ও মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
  • ইমেইলের বিষয়: Papyrus Competition (গল্প)

 লেখা পাঠানোর সময়সীমা: ৩১শে জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।

20221213 172158

‘’কবিতা ও ছড়া লেখা’’

ছন্দ দিয়ে ভাবের সঞ্চার করার এক অনবদ্য মাধ্যম হিসেবে কবিতা কিংবা ছড়ার ভূমিকা বলাই বাহুল্য। শব্দের গাঁথুনি দিয়ে পাঠককে চমকে দেওয়ার এই গুণ কে আপনিও নিয়ে যেতে পারেন এক নতুন মাত্রায়। তাই দেরি না করে পাঠিয়ে দিন আপনার লেখা যেকোনো ছড়া কিংবা কবিতা।

নিয়মাবলীঃ

  • পাঠানোর নিয়ম :
    আপনার লেখাটি অবশ্যই ওয়ার্ড ফাইল আকারে ইমেল করুন এই ঠিকানায় ([email protected])। ওয়ার্ড ফাইলে নিজের নাম, সেশন ও মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
  • ইমেইলের বিষয়: Papyrus Competition (কবিতা/ছড়া)
  • কবিতা/ছড়া এর সঙ্গে প্রাসঙ্গিক ছবি সংযুক্ত করলে তা বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য পাবে।

 কবিতা পাঠানোর সময়সীমা : ৩১শে জানুয়ারি, ০২৩ পর্যন্ত।

20221213 172301

‘’বুক রিভিউ’’

বই পড়ার আগ্ৰহ সৃষ্টিতে বুক রিভিউয়ের জুড়ি নেই। জে.কে. রাউলিং বলেছিলেন,” আপনি যদি পড়তে পছন্দ না করেন তবে আপনি সঠিক বইটি খুঁজে পাননি।” নির্বাচিত বইগুলো থেকে যেকোনো একটি বইয়ের চমৎকার একটি রিভিউ লিখে ফেলুন আজই।

** নির্বাচিত বইসমূহ-
১. ‘৭১ এর ডায়েরী (সুফিয়া কামাল)
২.  এ হুইফ অব ডেথ (আইজ্যাক অ্যাসিমোভ)
৩. Animal Farm (George Orwell)
৪. চাঁদের পাহাড় (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)
৫. কবি (তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়)
৬. দেশে বিদেশে (সৈয়দ মুজতবা আলী)

নিয়মাবলীঃ

  • নির্বাচিত ৬ টি বইয়ের যেকোন একটির রিভিউ লিখে ফেলুন১৫০-৩০০ শব্দের মাঝে। 
  • পাঠানোর নিয়ম:
    আপনার লেখা বুক রিভিউটি অবশ্যই ওয়ার্ড ফাইল আকারে ইমেল করুন এই ঠিকানায় ([email protected])। ওয়ার্ড ফাইলে নিজের নাম, সেশন, বইয়ের নাম ও মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
  • ইমেইলের বিষয়: Papyrus Competition (বুক রিভিউ)
  • রিভিউয়ের সঙ্গে প্রাসঙ্গিক ছবি সংযুক্ত করলে তা বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য পাবে।

রিভিউ পাঠানোর সময়সীমা: ৩১শে জানুয়ারি, ০২৩ পর্যন্ত।

20221213 172346

‘’গান ও কবিতা আবৃত্তি’’

গান ভালোবাসেনা, এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর। শুধু গানই নয়, শ্রোতামহলে সাড়া জাগানোর ক্ষমতা রয়েছে আবেগী কণ্ঠের আবৃত্তির মধ্যেও। সকলকে মন্ত্রমুগ্ধ করার এই সু্যোগ হাত ছাড়া করতে না চাইলে, আপনার গাওয়া কোন গান অথবা আবৃত্তি ভিডিও করে পাঠিয়ে দিন আমাদের কাছে।

নিয়মাবলী:

  • ভিডিও’র সময়সীমা : ১-৪ মিনিট
  • পাঠানোর নিয়ম : আপনার ভিডিও টি ইমেল করুন এই ঠিকানায় ([email protected])। মেইলে নিজের নাম, সেশন, গান/কবিতার নাম ও মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে।
  • আপনি আপনার ভিডিওটি গুগোল ড্রাইভে আপলোড দিয়ে সেটার লিংক পাঠাতে পারেন আমাদের ইমেইল এ।
  • ইমেইলের বিষয়: Papyrus Competition (গান/আবৃত্তি)
  • গান কিংবা কবিতার সাথে প্রাসঙ্গিক ভিডিও যুক্ত করা বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য পাবে। মৌলিক গান অধিক প্রাধান্য পাবে।
  • আপনাদের ভিডিওটি প্যাপাইরাসের ফেসবুক পেজে আপলোড করা হবে, এক্ষেত্রে ২০% নম্বর গণনা করা হবে ফেসবুক রিয়েক্ট এর উপর ভিত্তি করে। ফেসবুক পেজের পোস্টটি আপনি আপনার টাইমলাইন এ শেয়ার করতে পারবেন।

 গান/কবিতা আবৃত্তি পাঠানোর সময়সীমা : ৩১শে জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।

20221213 172413

‘’ফটোগ্রাফী’’

A photograph is the pause button of life. ক্যাম্পাসে আপনার স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে পাঠাতে পারেন আমাদের।

নিয়মাবলিঃ

  • প্রত্যেক অংশগ্রহণকারী সর্বোচ্চ ৪ টি করে ছবি পাঠাতে পারবেন।
  • ছবির সাথে সর্বোচ্চ ১০ শব্দের একটি ক্যাপশন যুক্ত করা যাবে।
  • ছবির আকার:
    Portrait- (3000px * 4000px)
    Landscape- (4000px * 3000px)
  • ছবি পাঠানোর সময় এর সাথে আপনার নাম, সেশন এবং ফোন নম্বর সংযুক্ত করুন ইমেইল এর বডিতে
  • ইমেল ঠিকানা: [email protected]
  • ইমেইলের বিষয়: Papyrus Competition (ফটোগ্রাফী)

    *বি. দ্র.
    ১. ছবিতে ফোনের ওয়াটারমার্ক থাকা যাবে না।
    ২. ইমেইল এর বিষয় সঠিকভাবে না লিখলে এবং ছবিটি ক্যাস্পাসবিষয়ক না হলে আপনার ছবি প্রাথমিক বাছাই এ বিবেচিত হবে না।
    ৩. বাছাইকৃত ছবিগুলো প্রদর্শিত হবে

 ছবি পাঠানোর সময়সীমাঃ ৩১ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।

20221213 172436

পুনশ্চ

১. অংশগ্রহণকারী যথাযথ ফরম্যাট অনুসরণ না করলে প্রতিযোগিতার জন্য বিবেচনা করা হবে না।
২. ইমেইলের বিষয় সঠিকভাবে না লিখলে এবং লেখা ওয়ার্ড ফাইল আকারে না পাঠালে তা বাতিল করা হবে।

প্যাপাইরাসের আনন্দযজ্ঞে সবাইকে স্বাগতম।

received 881854299664534