fbpx

নভেম্বর ১৩, ২০২৪

প্রকাশিত হল সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস ‘ফিনিক্স পাখির নেপথ্যে’

অমর একুশে বইমেলা, ২০২৩-এ পাওয়া যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী কৃতি বাঁধনের’র লেখা সাইকোলজিক্যাল থ্রিলার উপন্যাস ‘ফিনিক্স পাখির নেপথ্যে’ । বইটি প্রকাশ করেছে ‘প্রিয় বাংলা প্রকাশন’। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার ৫৯৭-৫৯৮ নং স্টলে। বইটির মূদ্রিত মূল্য ১৫০ টাকা মাত্র।

zz book

নিজের লেখা বই ‘ফিনিক্স পাখির নেপথ্যে’ সম্পর্কে লেখক প্যাপাইরাসকে বলেন, “ফিনিক্স পাখির নেপথ্যে আমার লেখা দ্বিতীয় বই । বইটা সাইকোলজিক্যাল থ্রিলার জনরার । বইটা বের হয়েছিলো ২০২২ বইমেলার মধ্যভাগে । তখন হঠাৎ আবার করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল-কলেজ-ভার্সিটি সব বন্ধ করে দিলো । বইমেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল , আদৌও হবে কিনা ! বা হলেও ২০২১ সালের মতো নির্জীব হয়ে চলবে কিনা ! ফলাফল পান্ডুলিপি নিয়ে বসে ছিলাম এক অনিশ্চয়তায় । শেষমেশ বইমেলাও হলো (খনিকটা দেরিতে), বইও আসলো । সবমিলিয়ে ভালো একটা বইয়ের মাস পার কয়েছিলাম ২০২২ সালে । পাতলা অল্প কয়েকটা পেইজেরই বই লিখতেও এইবার অনেক সময় দিলাম । প্রতিটা পয়েন্ট যেন লজিক্যাল হয় তার জন্য কয়েকবার ক্রসচেক করলাম । নিজে যখন বুঝলাম এইবার সবদিক থেকে মানানসই হয়েছে তারপর পান্ডুলিপি প্রকাশককে হস্তান্তর করলাম । সবশেষে যখন বইটা কারো হাতে দেখি পুরো একটা কষ্ট উসুল অনুভূতি দেয় । এবারও অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে বইটা ৫৯৭-৫৯৮ নম্বর স্টলে (বাংলা একাডেমি গেইট সংলগ্ন) । প্রকাশনা প্রতিষ্ঠান প্রিয় বাংলা ।”

বইয়ের ফ্ল্যাপ থেকে –
সদ্য বিবাহিত রোহানের স্বপ্নে ভবিষ্যৎ দেখা কি কোনো ডেজা ভ্যু ? কিভাবে সে সবকিছু আগেই টের পেয়ে যাচ্ছে ? গল্পবাজি নাকি স্বপ্নবাজি ? রোহানের স্ত্রী সামিহা হয়ে উঠেছে এক অদ্ভুত চরিত্র । সে কিভাবে জানতে পারলো রোহানের ছোটবেলার গোপন কথা ? স্বপ্নজালের রহস্যে নেমে যায় রোহান আর তার এসআই বন্ধু রাতুল হাসান । হঠাৎ রোহানের স্বপ্নে ধরা পরে সামিহার খুনের গল্প । সে কি পারবে সামিহার খুন আটকাতে ? আদৌও কি কোনো কুলকিনারা হবে এসব ধাঁধার ? এটা কি একটা সাইকোলজি নাকি নেপথ্যে আছে কোনো সরল অভিসন্ধি?

উল্লেখ্য একই প্রকাশনা প্রতিষ্ঠান থেকে লেখকের প্রথম বই ‘বিজু সাহেব’ ২০২০ অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিলো ।