fbpx

জানুয়ারি ২১, ২০২৫

৮-ই ফাগুন

৮-ই ফাগুন, চারিদিকে গুণগুণ,
অধীর, অস্থির, আগমন ছাত্রের,
মিছিল আর সমাবেশ নবাগত পাত্রের।

ছাড়ে শুধু হুংকার, শফিক আর জব্বার,
সালাম আর বরকত নবাগত কত আর।

তারা ছিল বাংলার হাহাকার-অন্ধকার জগতের ভাই
বলেছিল তীব্রকণ্ঠে, “রাষ্ট্রভাষা বাংলা চাই।“
তারা ছিল আমাদের, তোমাদের, বিশ্বের বঞ্চিত মানুষের,
তারা ছিল, হায়নার বিরুদ্ধের সাহসের
ছিল রণতরী, তরবারী মানুষের।

তারা ছিল সত্য, ন্যায় আর অবারিত যুদ্ধে,
তারা ছিল হুংকার, বাংলার শোষণের বিরুদ্ধে।
তারা আজ বহুদুরে, উদাসী আমাদের কি গতি!
বাংলিশ ভাষাতেই বাঙালিরা লিখে যদি!
তবে কেন বলিদান, বাংলার সম্মান,
তবে কেন রাজপথ, হয়েছিল রঞ্জিত,
মৃত্যুর সম্মুখে তারা সব সজ্জিত।

তারা সব করেছিল রব, “রাষ্ট্রভাষা বাংলা চাই।“
মোরা সব করেতেছি রব,
“Rastovasa bangla cai”।

বিঃদ্রঃ পাকিস্তানের শিক্ষা সচিব ফজলুর রহমান ১৯৪৮ সালে যখন বাংলা ভাষার জন্য আরবি হরফের প্রস্তাব করেন, তখন আমাদের পূর্বপুরুষ মেনে নেয়নি, কিন্তু এখন আমরা অবলীলায় ইংরেজি বর্ণমালায় বাংলার প্রচলন করে চলেছি।

0502 আব্দুর রব photo
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়