কি দুঃখের মাইন পুতে গেলে হৃদপিণ্ডে,
যেন ক্ষণে ক্ষণে ব্যথার বিস্ফোরণ।
আমার কোন অভিযোগ নাই,
কারণ মন খারাপের দিন গুলোতে শিরাও করেছে আমার ধমণীর সাথে স্বৈরাচারী আচরণ
সেখানে তুমি!
তুমি তো অন্য আত্মার অস্তিত্বে কর বিচরণ।
সত্যি বলতে স্মৃতির কাছেও আমি অসহায়,
কত করে বলি আমি মুক্তি চাই
অথচ সে নিউরনের প্রতি পরতে ব্যথার স্প্রিন্টর বয়ে বেড়ায়।
তুমিই বল –
নোনাজল দিয়ে কি হৃদয় পোড়ার ক্ষত সারানো যায়?
সত্যিই আমি নিরুপায়।
মনও আমার বান পিয়াসী
কত করে বুঝায় আমি গৃহ ত্যাগী নই,
তবুও সে সন্যাসী
শত শ্রাবণ ট্র্যাজেডির পরেও আষাঢ় এ গেছে ফিরে
সে শুধু বাঁচতে চায় দুঃখ নদীর তীরে।
তুমিই বল-
কত ব্যথার বৈঠা বাইলে পরে, এ জীবনে মুক্তি পাওয়া যায়
সত্যি বলছি আমি নিরুপায়।
Research Analyst (Geospatial and Statistics) | University of Michigan
- কামরুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২
- কামরুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২
- কামরুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২
- কামরুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২
- কামরুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২