জুন ২০, ২০২৫

ইচ্ছে হয়!

যান্ত্রিক এই শহরের কোনো কিছুই লাগেনা ভালো,
মন চায় চলে যাই দূর বহুদূর অজানা কোনো গ্রামে,
গ্রামের দিগন্ত-বিস্তৃত ধানের মেঠো পথ ধরে বহুদূরে যেতে থাকবো,
কখনো বা গহীন বনের অজানা পথ ধরে চলতেই থাকবো অবিরাম।

যেতে চাই বহুদুরে যেথায় থাকবে না কোনো যান্ত্রিক আওয়াজ,
থাকবেনা কোনো যানবাহনের শব্দ, থাকবে শুধু পাখির কলতান।
যা শুনে জুড়াবে আমার চোখ, মন, দেহ,
শান্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিবো খোলা হাওয়া।

অবাক চোখে দেখবো গ্রাম বাংলার অপরুপ চিত্র,
আর অনুভব করবো তার প্রতিটি উপাদান।
এই যান্ত্রিক শহর সবাইকে করে তুলেছে যান্ত্রিক,
সকাল হলেই ছোটে কাজের জন্য, রাতে ঘরে ফেরা,
সব কিছু মিলিয়ে কি অসহ্য একটা অবস্থা!

দেশের প্রতিটা শহর যদি গ্রামের মতই সুন্দর হতো,
মানুষের মাঝে যান্ত্রিকতা বলে থাকতো না কিছুই,
জীবন হতো সুন্দর, প্রানবন্ত, নির্ভেজাল।

ফারহানা ইয়াসমিন
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp