fbpx

নভেম্বর ২, ২০২৪

যা কিছু আমার ছিল

আমার কিছু দুঃখ ছিল
সুখের স্মৃতি কান্না ছিল
অট্টহাসির অট্টালিকা
মৃদুস্বরের নৌকো ছিল
হাওয়ায় ভাসা দারুণ খাসা
হরেক রঙের স্বপ্ন ছিল
আমার কিছু দুঃখ ছিল।

আমার কিছু দুঃখ ছিল
সবুজ ঘাসের বাগান ছিল
পোষা ফড়িং,প্রজাপতির
আকাশ রঙা সন্ধ্যে ছিল
জোছনা ভরা বাঁধনহারা
শেয়াল ডাকা রাত্রি ছিল
আমার কিছু দুঃখ ছিল।

আমার কিছু দুঃখ ছিল
তপ্ত দুপুর বিকেল ছিল
নদীর পাড়ে বটের ছায়ায়
অতল ছোঁয়া ভাবনা ছিল
স্বচ্ছ জলে হরেক ফুলের
গন্ধভরা সাগর ছিল
আমার কিছু দুঃখ ছিল।

আমার কিছু দুঃখ ছিল
ঘোর বরষার শ্রাবণ ছিল
আমের মুকুল,কালবোশেখী
প্রবল হাওয়ার গ্রীষ্ম ছিল
শ্যাওলা পুকুর,রুপোর নুপুর
মনমোহিনীর হৃদয় ছিল
আমার কিছু দুঃখ ছিল।

0504 হরিপদ শীল অব্যক্ত Poem 2nd 1
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭