fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

নুজাইমাহ – ছোট তারা

নুরের ছটায় ঝলমলালো ঘরের ছোট তারা
জানলা ছেড়ে দেখছি তাকে, আনন্দে আজ আত্মহারা।
চ্ছে হলেই খাচ্ছি চুমু, টানছি ধরে গাল
মাখন ত্বকের স্পর্শে বুনি মায়ার নতুন জাল।
লুদ পরী হচ্ছে বড় সবার চোখের পলকে।

জানের চেয়ে প্রিয় যদি কেউ থাকে এই ভুবন মাঝে
হাসিমুখে জানিয়ে দিলাম আপির চোখের মণি সে যে।
ক্ষত্রকে বসিয়ে দিলাম পূর্ণতার এই নামফলকে।

ওয়াদা করি ছাড়বো না তোর কোমল দুটি হাত,সাক্ষী রইল
ফাল্গুনের ঐ জ্যোৎস্না মাখা রাত।
রওনক জাহান তাইফা
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়