জুলাই ১০, ২০২৫

দ্বিধা

আমাকে তুমি কখনও ভালোবেসো না
কিংবা বাসলেও বুঝতে দিও না কখনোই
তোমাকেও তাহলে ছেড়ে আসব তেমনি
যেমনি করে পিছু ফেলে এসেছি
আমার আর সব প্রণয়ীদের।
আমাকে তাই ভালোবেসো না তুমি কখনও!

কাছে এসো না ঠিক ততো কাছে
যত কাছে আসলে ধরা দেবে তোমার প্রেম
সংযোগ সৃষ্টি হবে দু’জনার হৃদয়ের
ততো কাছে এসো না তুমি কভু
দোহাই প্রিয়,
আমাকে তুমি ভালোবেসো না কখনও!

দূরে সরে থেকো কষ্ট বুকে
প্রেমটি চেপে সংগোপনে মনের কোণে
কথার ঝুড়ি খুলো যতটা কম সম্ভব
ঠিক যতটা কম কথা হলে
আমার তোমার সঙ্গে কথা বলবার আগ্রহ
ফুরোবে না কোনোমতে কোনোদিনই।
হেঁটো না ততটা পথ যত পথ হাঁটলে
আমার হৃদয় আর তোমার পাশে হাঁটবার জন্য
ব্যকুল হয়ে উঠবে না।
আমাকে তাই ভালোবেসো না তুমি কোনোভাবেই!

0504 হরিপদ শীল অব্যক্ত Poem 2nd 1
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৬-১৭

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp