আমাকে তুমি কখনও ভালোবেসো না
কিংবা বাসলেও বুঝতে দিও না কখনোই
তোমাকেও তাহলে ছেড়ে আসব তেমনি
যেমনি করে পিছু ফেলে এসেছি
আমার আর সব প্রণয়ীদের।
আমাকে তাই ভালোবেসো না তুমি কখনও!
কাছে এসো না ঠিক ততো কাছে
যত কাছে আসলে ধরা দেবে তোমার প্রেম
সংযোগ সৃষ্টি হবে দু’জনার হৃদয়ের
ততো কাছে এসো না তুমি কভু
দোহাই প্রিয়,
আমাকে তুমি ভালোবেসো না কখনও!
দূরে সরে থেকো কষ্ট বুকে
প্রেমটি চেপে সংগোপনে মনের কোণে
কথার ঝুড়ি খুলো যতটা কম সম্ভব
ঠিক যতটা কম কথা হলে
আমার তোমার সঙ্গে কথা বলবার আগ্রহ
ফুরোবে না কোনোমতে কোনোদিনই।
হেঁটো না ততটা পথ যত পথ হাঁটলে
আমার হৃদয় আর তোমার পাশে হাঁটবার জন্য
ব্যকুল হয়ে উঠবে না।
আমাকে তাই ভালোবেসো না তুমি কোনোভাবেই!
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ৯, ২০১৯
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০১৯
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- হরিপদ শীলhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%a6-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ১৪, ২০২০