জুলাই ১০, ২০২৫

দূরত্ব

এই তো সেদিন
যখন ইচ্ছা হলেই
ছুটে যেতাম তোমার কাছে;
যখন একলা হলেই
রাজ্যের গল্প জুড়ে দিতাম তোমার সাথে;
যখন রাগ হলেই
খুব করে বকে দিতাম তোমাকে;
যখন মন খারাপ হলেই
চুপটি করে বসে থাকতাম তোমার পাশে।

কিন্তু…
এখন কি সময় খুব বদলে গেছে?
তোমার আমার দূরত্ব কি এতই বেড়ে গেছে?

এই সেই করে হেলায় করছি কত সময় ব্যয়
অথচ একটু সবুজ ঘাসে বসে
খোলা আকাশের নিচে মন খুলে
গল্প করার ফুরসতটুকু নেই!

ভাবছি…
এমনটাতো হওয়ার কথা ছিল না;
আমাদের তো চলার ছিল
শত সহস্র পথ একসাথে, একসুরে;
আমাদের তো হওয়ার ছিল
ছোট্ট একটা লাল-নীল সংসার।

মনে আছে?
তোমায় কত বারণ করতাম
এত স্বপ্ন দেখো না তো!
মনের কোণে জেগে উঠতো
কী জানি এক অজানা ভয়!

আজ সেই সব স্বপ্নের দোহাই দিয়ে বলছি
ফিরে এসো প্রিয় আমার;
ফিরে এসো।
তোমাকে ছাড়া ভালো নেই আমি;
সত্যিই ভালো নেই।

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp