fbpx

নভেম্বর ২, ২০২৪

দূর, সত্যিই কতদূর?

সামনে যে শীত—
সাহসের অভাবে সংকোচ আজও কমেনি কিছু,
কানে কানে শুনি শুধু ঝরে পড়ার গীত।
ঝরা পাতা আর কতদূর যায়?
যেখান থেকে মাড়ানোর আওয়াজ পাওয়া যায়, তার থেকেও দূরে কি?
স্মৃতি হয়ে বেসুর বেদনা বাজে না প্রতি বেলা নিয়ম করে?
সুরভি হারায়ে পুষ্প কি নেতিয়ে পড়েনি চিরকাল?
ভ্রমর না আসিলে পুষ্পবন্দনা ফিকে হয়ে রইবে না সকল পাণ্ডুলিপিতে?
প্রেমিক হারালে প্রেমিকা আর কতদিন বাঁচে?
গল্পেরা সব বিষ হয়ে চেপে ধরে না নিঃশ্বাসে?

মোহাম্মদ ইকরাম
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়