fbpx

নভেম্বর ১০, ২০২৪

কথোপকথন

-রাতের আকাশের চাঁদটাকে তারার সাথে তুলনা করাটা একদমই ঠিক নয়।

-কেন?

-চাঁদ পৃথিবীর উপগ্রহ। আর একটা তারা হলো নক্ষত্র। তাই…

-কিন্তু আমরা চাঁদকেই উপরে রাখবো। কারণটা জানো?

-কারণটা হলো আমরা ভুল করি ।

-না। কারণ হলো চাঁদ মানুষের খুব কাছের। মানুষ যত চেষ্টাই করুক না কেন, তারাকে ছুঁতে পারবে না।

-এর মানে কি তুমি আমার কাছে একটা তারা হয়ে থাকবে, ধরা ছোঁয়ার বাইরে?

-রাত জেগে এসব চিন্তা বাদ দাও।

-রাতের বেলা জেগে থাকাটা কিন্তু খুব খারাপ ব্যাপার না। এই নিস্তব্ধ রাত নিজেকে খুঁজে পাবার শ্রেষ্ঠ সময়, নিজের সাথে নিজে কথা বলা যায়।

-কিন্তু এই দীর্ঘ নিস্তব্ধ রাত মাঝে মাঝেই মনে করিয়ে দেয় তুমি একা। তাই না?

-এভাবে ভাবছো কেন?

-কারণ, তুমি নিজের একাকিত্ব কমাতে চাইছো, নিজের সাথে তর্ক করে।

-হুম… হয়তো… আমি এই একলা রাতে, নিজেকে নিজে খুঁজে পাবার চেষ্টা করছি।

-খুঁজে পেলে কি?

-না, আমি নিজেকে খুঁজে পাই নি। অন্যকে হয়তো আমরা খুঁজে পেতে পারি। নিজেকে হয়তো কখনোই খুঁজে পাবো না।

Profile Picture
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

শিক্ষাবর্ষঃ ২০১৯-২০