জুন ২০, ২০২৫

প্রেম অম্লান

আমাকে তুমি গুম করে ফেল
লুকিয়ে ফেল তোমার মনের অরণ্যে
আমি হারিয়ে যেতে চাই,
আমি মিশে যেতে চাই নীল জ্যোৎস্না আর প্রজাপতির তারুণ্যে।

প্রেয়সী তুমি আমার নগর
তুমি আমার ভালোবাসার শহর
তুমি আমার সুখের পিছুটান
তুমি আমার ঝিনুকের বুকে লুকিয়ে থাকা প্রেম অম্লান
তুমি আমার শূন্যতার তীরে জেগে উঠা সুপ্ত প্রাণ।

তুমি আমার বিষাদ সিন্ধু
তুমি আমার হলুদ বসন্ত
তুমি আমার হৃদয়েশ্বরী
তুমি উত্তাল সমুদ্রের বুকে ঠিকে থাকা ভালোবাসার উজান তরী।

তুমি আমার রোজ সকালের অভিমান
বিকাল দুপুর সন্ধ্যা সাঁঝে প্রেম বেদনার ঐকতান
তুমি আমার মধ্যরাতে ভালোবাসার জোছনা স্নান।

Research Analyst (Geospatial and Statistics) | University of Michigan
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp