আমি একা, চির একা!
জনমানুষের ধর্মঘটে ট্রাফিক পুলিশ হয়ে রোদ চিবুচ্ছি।
কোথাও শান্তি নেই, সুখ নেই, প্রেম নেই, প্রাণ নেই—
আছে শুধু হুলুস্থুল হর্নের আয়োজন।
কোকিল, বসন্তি কোকিল আমি—
শহরের শ্রাবণে গান গাই, সবার ব্যস্ততা শুধু বৃষ্টিকে ঘিরে!
আমি আকাশের মত একা;
কতটা উজ্জ্বল, তবুও কতটা বিচ্ছিন্ন।
আমি মহাসমুদ্রের প্রায় ক্ষান্ত, লীন এক ঢেউ;
কবে কোন কিনারে আছড়ে পড়েছি কয়েকটি লাল কাকড়া ছাড়া খোঁজ রাখেনি কেউ।
সবশেষে সঞ্চিতার সাথে সংঘাত শেষে সহস্র সমুদ্র সাঁতরে শহরেরই সীমান্তে সেরেছি শরীরের সৎকার।
আমি খুঁজে পাই আমাকে—
আরশের আশেপাশে খোদার এজলাসে পাপপুণ্যহীন এক নির্জীব প্রাণে।
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- মোহাম্মদ ইকরামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%87%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২
- মোহাম্মদ ইকরামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%87%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২
- মোহাম্মদ ইকরামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%87%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২
- মোহাম্মদ ইকরামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%87%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২
- মোহাম্মদ ইকরামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%87%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, মার্চ ৯, ২০২৩