আমি তো কবি না-
যে কবির ভাষায় কবিতা লিখে বলব ভালোবাসি।
আমি কোনো বীর ও না–
যে বীরের মতো তোমাকে বলব ভালবাসি।
আমি সাধারণ একজন প্রেমিক
যে তোমার চোখের প্রতি আসক্ত হয়েছি।
তোমার ওই রেশমি কালো চুলে মঞ্জু হয়েছি।
তোমার ওই হাসিটার মায়ায় পরেছি।
তোমার সেই গোলাপি ঠোঁট, টোল পরা গাল,
সব মিলিয়ে দেখি আমি তোমাতে পাগল হয়েছি।
তোমাকে যে কতটা ভালোবাসি
প্রাণহীন বস্তুগুলা হয়ত জেনে গেছে।
খোলা আকাশের নিচে চিৎকার করে
কতবার যে বলেছি- ভালোবাসি
“তোমায় ভীষণ ভালোবাসি”।
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- This author does not have any more posts.