মিষ্টি করে হেসে দিলাম
কল্পনায়,
পরীর মতো উড়ে গেলাম
কল্পনায়,
ধবধবে সাদা আমি
কল্পনায়,
মায়ের মতো শাড়ি পরেছি
কল্পনায়,
অযথা রঙ বেরঙের মানুষের ভিড়ে;
ভালো আছি আমি আমার কল্পনায়।
মানুষ হলাম কেন?
মানুষ হয়ে জন্মানোর কী দরকার ছিলো! পাখি হতে চাওয়াটা আবার বিলাসিতা, আমি পিঁপড়া হলেই ভালো হতো। যদি এমন হতো আমি যতো বড় হই, মনটা যেন ছোটবেলার মতো সরল থাকে।
কিন্তু বয়স বাড়ছে, আমিও জটিল হচ্ছি আর আমার আশেপাশের মানুষও।
তাই মনে হচ্ছে কেন মানুষ হলাম।
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- তামান্না ইসলাম চৈতিhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9a%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf/বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০২৩
- তামান্না ইসলাম চৈতিhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9a%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf/বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪