জুন ১৮, ২০২৫

ব্যস্ত শহর

শহর ব্যস্ত, মানুষ ব্যস্ত
ব্যস্ত সকল পথ।
চলছে গাড়ি অবিশ্রান্ত,
স্বপ্ন চোখে, মন ক্লান্ত।

ব্যস্ততার ভীড়ে,
পাইনা খুঁজে সাথী।
জমে থাকা কথাগুলো,
বলা রয়ে যায় বাকী।

মানুষের স্রোতে,
অবিশ্বাসের ঢেউ।
থাকব কাছে বলে,
পাশে থাকে না কেউ।

কোলাহলের মাঝে,
নিজেকে ফেলছি হারিয়ে,
পাচ্ছি না খুঁজে,
আমার আমিটিকে।

0511 দীপান্বিতা রায় New writer photo
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ