জুলাই 12, 2025

জীবনের প্রতি কিছু শব্দ

ওহে জীবন,
কত রুপ যে তুমি দেখালে
কখনো জিতিয়েছ কখনোবা ঠকালে

ওহে জীবন,
কখনো দিয়েছ তুমি আমায় হাসি উপহার
কখনো দিয়েছ এত কষ্ট, ফেটে পড়েছে কান্নার পাহাড়

ওহে জীবন,
কতই না রাত্রি তুমি আমায় জাগালে
আবার কতকিছু মিশে গেল ভালো স্মৃতিগুলোর আড়ালে

ওহে জীবন,
তোমার যে কত রুপ, তুমি হলে বহুরুপী
তাইতো নিভে না কোনোদিন প্রদীপ, জ্বালিয়ে রেখেছি আশার কুপি

ওহে জীবন
অত্যন্ত সুন্দর তুমি, যখন তোমার রঙিন সাজে প্রতিফলিত হয় আলো
অত্যন্ত কুৎসিত তুমি যখন আমায় নিঃস্ব করে দিয়ে হয়ে যাও কালো

ওহে জীবন,
অত্যন্ত আনন্দময় তুমি যখন সাফল্য আসে
অত্যন্ত বিষাদময় তুমি যখন কেউ থাকে না পাশে

ওহে জীবন,
কখনো মনে হয় যেন তোমার সাথে আরও কিছু সময় কাটাই
কখনো মনে হয় কি লাভ তোমায় রেখে? করে দেই ছাটাই

ওহে জীবন,
তবুও যে আমরা প্রতিনিয়ত করে চলেছি তোমার সাথে লড়াই
বুকে সাহস ও প্রত্যয় নিয়ে বলি আমরা কষ্টকে না ডরাই

ওহে জীবন,
বীর তো তারাই,যারা লড়াই করে ছিনিয়ে নিয়েছে জয়
যারা পারেনি, তারাও যোদ্ধা, করেছে নিজের ক্ষয়

ওহে জীবন,
মনে রেখো আমরা সকলেই এক এক সেনাপতি
কেউ তো হারিয়ে গিয়েছে, কেউবা হয়েছে মহারথী

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp