এই যে আমি রোজ রাতে একা একাই মরি,
রোজ সকালে একাই বাঁচি,
এতে তোমার কিচ্ছু আসে যায় না?
— না।
কেন?
— অরুচি ধরে গেছে
আমাতে?
— না বেঁচে থাকার ইচ্ছেতে।
কেন?
— ভালোবাসার বিচ্ছেদে।
কি বল আবোল-তাবোল, ভালোবাসার বিচ্ছেদে!
–হুম।
বছর পাঁচেক বিয়ে হল তোমার আমার ইচ্ছেতে, ভালোবেসে একসাথে।
— ভালোবেসে এক সাথে? তোমার প্রেমে পড়ে আম,
থামলে কেন বল?
— বলে কি লাভ? তোমার সাথে ঘর বাঁধাটাই এই জনমের পাপ!
তো যাওনা কেন আমায় ছেড়ে?
–আজ বিকেলে যাব চলে, টুনির ঘুম পুরো হলে।
টুনি তোমার একার মেয়ে? ভালোবাস আমার চেয়ে?
–তোমার আমার বুঝি না, টুনিকে তুমি ছোঁবে না
আরেহ! এমন করে বলছ যেন আমি ঘরের কেউ না?
–তোমার ঘরে তুমি থাক, দিব্যি যদি আমায় ডাক
তোমায় কখন ডাকলাম শুনি, থাকব ঘরে আমি-টুনি
–মেয়ে আমার সঙ্গেই নিব, বিকেল হলেই চলে যাব
সে কি! তোমার মাথা পুরোই গেছে!
–তো, ছুটছ কেন আমার পিছে?
আমায় ছেড়ে যাবে কোথায়?
–আমার দু’চোখ যেদিকে যায়।
কি হয়েছে খুলে বল, না হয় কোথাও ঘুরতে চল
… তোমার সাথে ঘুরতে যাওয়া, অমাবস্যায় চাঁদ পাওয়া!
কোথায় যাবে বল দেখি,
— না না বাবা! তুমি যাও, আমায় একা থাকতে দাও।
যাবে নাকি মিরু আইল্যান্ড? না হয় রাইলে ঘুরব থাইল্যান্ড?
–তোমার ঘোরা তুমি ঘুরো, আমায় কেন জিজ্ঞেস কর!
আমায় তুমি এমন ভাবো, তোমায় ছাড়া আমি যাব?
–সে দিনই তো বাসে-রেলে, আমায় ছাড়া সিলেট গেলে!
আরেহ! সে তো ছিল অফিস মিটিং, ভাবছ কেন আমায় চিটিং!
–এতো কথা বুঝি না, আমায় তুমি ছোঁবে না
আচ্ছা বাবা, বলছি সরি, এই যে তোমার কানে ধরি!
— আহা-হাহাহা,দুষ্টুপাজি; আমার কানে তুমি ধরে, সরি হল কেমন করে?
হেসো না তো, বল দেখি কোথায় যাবে?
— সেন্টমার্টিন কেমন হবে?
তোমার কথা ফেলতে পারি?এখন বসেই টিকিট করি।
—হা হা হা, আমার বোকা লোক, তোমার এতো প্রেম কোথায় যে রাখি।
- কামরুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২
- কামরুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৮, ২০২২
- কামরুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২
- কামরুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২
- কামরুল ইসলামhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae/বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২