fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

দৃষ্টি

সে যে উঁকি মারে, একা একা
দেয়ালের ঐ বাঁকে
হলুদের রঙে রঞ্জিত হয়ে
কার পানে চেয়ে থাকে!
কাজলের আঁচে টানাটানা চোখে
কার পথ ছুয়ে চলে!
হাসির ফোয়ারায় ভেসে রয় কোন মুখ
সে কথা কেউ না জানে।
কার চরণরেখা তার তটে ফেলে যায়
চিহ্ন তো কভু না মেলে।
কনকনে ঠান্ডায় সব কিছু জমে রয়,
উষ্ণ যে প্রসবণ ভেতরে সে ছুটে যায়
সে তো আর থামেনা জমে।
চরণরেণুতে ভুলে দিন যায় তার হেলে
আঁধার নামিছে বিশদ।
সন্ধ্যার তাঁবু তলে, চোখের দৃষ্টি ঘোলে
হারিয়েছে তার গতিপথ।
শূণ্য পথপানে শীতের কুয়াশা নামে
দৃষ্টিতে নামিছে বিভ্রাট।

jagannath pal
প্রাক্তন শিক্ষার্থী | সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট