জুলাই 12, 2025

আক্ষেপ

রঙিন বিকেলগুলি হয়ে উঠেছে কেমন যেন ফ্যাকাশে!

অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি দূর ঐ আকাশে।

সন্ধ্যায় পাখিরাও দেখো, কত সুন্দর ফিরছে নিজ নিজ নীড়ে!

আর আমি! তোমায় পেয়েও হয়ত হারিয়ে ফেলেছি হাজারো ভিড়ে।

রাতের তারাগুলিও দেখো কেমন জ্বলছে মিটিমিটি!

তুমি কি জানো, কতটা মায়াবি লাগে যখন করো তুমি খুনসুটি?

হয়ত কোনো এক বিষণ্ণ অমাবস্যার রাতে,

তুমি এসেছিলে আমাকে এভাবে কাঁদাতে?

মহুয়া ফুলের ঘ্রাণে মাতোয়ারা আজ পুরো শহরখানি!

তুমি কি আভাস পাও না আমার হৃদয়খানির, হে গজদন্তিনী?

মাঝে মাঝে বিষণ্ণতার জানান দিতে ইচ্ছে হয় চিৎকার সুরে!

কিন্তু কে-ই বা শুনিবে অবাঞ্চিত কলরব ব্যস্ত এই  নগরে?

ক্ষণিকেই বেঁকে যাবে দুজনের পথ, মুছে যাবে তোমার সমস্ত সংশয়!

এভাবেই আচ্ছাদিত থাকবে তোমার প্রতি আমার অনুভূতির প্রণয়।

Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp