জুন ১৮, ২০২৫

শ্রেষ্ঠত্ব

দুজন কিউরেটরের কথা জানো?
এসেছিল তারা মহাকাশ থেকে
খুঁজতে সর্বশ্রেষ্ঠ জীব
রহস্যময় পৃথিবীর বুকে।

পৃথিবীতে আছে অদ্ভুত কিছু
কিউরেটরদের ছিল কল্পনা
এসে দেখে সব-ই বাস্তব
নিছক কোনো গল্প না।

নিয়ে যেতে হবে সর্বশ্রেষ্ঠ জীব
গবেষণা করা যায় যাতে
খুঁজতে হবে তাড়াতাড়ি
বেশি সময় নেই যে হাতে।

খুঁজতে খুঁজতে ক্লান্ত তারা
ছাড়ছে না তবুও হাল
কোন জীবটি আসলেই শ্রেষ্ঠ?
এ যেন এক রহস্যজাল!

অবশেষে সকল জীবকে রেখে
পিঁপড়াকে শ্রেষ্ঠ মনে হলো তাদের
সবদিক বিবেচনা না করে তাই
পিঁপড়াকে নিয়ে গেল মহাকাশের বুকে।

কিন্তু কেন এ অবিচার?
মানুষ তবে শ্রেষ্ঠ নয়!
শ্রেষ্ঠত্ব কি হারিয়ে গেল মানুষের!
কি এক আজব সমাচার!

বুঝলাম, পিঁপড়া শান্তিকামী প্রাণী
সর্বদা মিলে মিশে থাকে
যুদ্ধে তারা বিশ্বাসী নয়
সর্বদা শান্তি বজায় রাখে।

গন্তব্য তাদের সুনির্দিষ্ট
হোক না সেটা দূর
জীবনে তাদের শান্তির ছায়া
সম্প্রদায়ে মহা একতার সুর।

এটাই কি তাদের শ্রেষ্ঠত্ব?
ব্যাপারটা হচ্ছে না স্পষ্ট!
মানুষের চেয়ে পিঁপড়া শ্রেষ্ঠ
মেনে নিতে হচ্ছে কষ্ট।

কিউরেটররা কি জানেনা
মানুষ পিঁপড়ার মতো জীব নয়?
পৃথিবীতে টিকে থাকতে হলে
মানুষকে কত সংগ্রাম করতে হয়।

হয়নি কখনো মানুষের শ্রেষ্ঠত্বের ক্ষয়
মানুষের শ্রেষ্ঠত্ব অম্লান আছে, থাকবে
এটাই পরম সত্য
কোনো অর্থহীন ভাষ্য নয়।

কিছু অশুভ মানুষের জন্য
মানবজাতি শ্রেষ্ঠত্ব হারাতে পারে না
কিউরেটররা মহাকাশের বাস করে
তারা পৃথিবী সম্পর্কে জানে না।

শ্রেষ্ঠ জীব খুঁজতে এসে,
সবদিক বিচার করে নি তারা
সবদিক থেকে বিবেচনা করলে,
বুঝতে পারত শ্রেষ্ঠ জীব কারা।

পৃথিবী সম্পর্কে জ্ঞান কম তাদের
সিদ্ধান্ত নিতে পারে নি যথাযথ
পৃথিবীতে মানবজাতি-ই সেরা
মানবজাতি-ই সর্বশ্রেষ্ঠ।

মানবজাতি সকল সৃষ্টির আদর্শ
মর্যাদার কখনো হবে না অবক্ষয়
পিঁপড়া নয় শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ মানব,
মানবজাতির জয়।

0401 হাবিবুল বাশার সুমন
লোক প্রশাসন বিভাগ | জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ