জুলাই ১০, ২০২৫

ছদ্মবেশী জীবন

জীবনের গান হয়ে অবসান
থমকে দাঁড়ায় এই কোলাহলে
ব্যস্ত পথের বাক গুলো তাই
সোজা হয়ে যায় ক্ষনিকের পানে
দূর দৃষ্টিতে সীমারেখা তার
সরল পথের একটু ডানে
পথ হতে গিয়ে গলিঘুঁজিতে
আজ আটকে পড়ায় নেই কোনো মানে
নতুন মুখের আধোআধো বুলি
সময়ের তরে দাড়িয়েছে মাঠে
পুরানো হিসাবের কথকতা আজ
হালখাতা হয়ে বাকিতে হাঁটে
নিয়তির নীল চতুরঙ্গের খোপে
আনাড়ি হাতে বাজিমাতই ঘটে!
তবু হেটে যাই –
রিক্ত বদনে মুখোশের ছায়া
হাসির জনপদে হেসে দিশেহারা
আড়াল করিয়ে দুখ।
হাজারো বোঝা তফাতে সরিয়ে
স্মিত হাসিমুখ।

jagannath pal
প্রাক্তন শিক্ষার্থী | সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp