fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

কোটা

চাকরি প্রত্যাশীরা ছোটে
খাবার নেই তাদের পেটে
সকালে মেসে হয়না রান্না
মনে মনে করে কান্না।

ঈদেও তারা যায়না বাড়ি
মাকে দিতে পারেনি শাড়ি
সারাদিন থাকে বই নিয়ে
করেনি এখনও বিয়ে।

কখন শেষ হবে এই পর্ব
হতে চায় বাবা মায়ের গর্ব
না খেয়েই শুরু করে পড়া
পরীক্ষায় খাবে না ধরা।

শেষ হাজারো বই পড়া
এবার চাকরি পাবে তারা
পরীক্ষা হলো বেশ ভালো
দেখল আশার আলো।

পরে রেজাল্ট হলো বের
ভাইবার ডাক পেয়েছে ফের
নেই যে তাদের মামা খালু!
পেলো না ভাইভায় ভ্যালু।

নিরাশ হয়ে মেসে ফেরে
কোনদিন ফিরবে ঘরে?
সকল উত্তরই দিল ঠিক
তবু জবের বদলে কিক!

শেষে পেলোনা কোনো জব
হারাল জীবন যৌবন সব
এত পড়া পড়ে হল কি?
চাকরি পেলো মূর্খ আবুল জি।

বাবা মায়ের হল স্বপ্ন ভঙ্গ
চারদিকে শুনতে হয় ব্যাঙ্গ
দেখে কোটাধারীদের হাসি
তারা দিল গলায় ফাঁসি।

মেধাবী প্রজন্ম হলো শেষ
কোটাধারীরা আছে বেশ
৫৬% কোটার এই জাল
মেধাবীদের জন্য মহাকাল।

কোটার বিরুদ্ধে হল রিট
আদালতে পেন্ডিং রইল শিট
নেতারা যুক্তি করছে দাড়
শিক্ষার্থীদের মেনে নিতে হবে হার।

কবে পাবো মোরা মুক্তি?
দেখতে চাইনা আর যুক্তি
জ্ঞানের দাম মোরা চাই
কোটার কোন মুল্য নাই।

0401 হাবিবুল বাশার সুমন
লোক প্রশাসন বিভাগ | জগন্নাথ বিশ্ববিদ্যালয়