জুন ১৮, ২০২৫

দীর্ঘতম জুলাই…

জুলাই যার শুরু হয়ে ছিলো কিন্তু শেষ এখনো হয় নাই। শেষ হবেই বা কি করে এ জুলাই যে গোটা প্রজন্ম কে শিখিয়েছে কিভাবে ভয়কে জয় করে আর শোককে শক্তিতে পরিণত করে অধিকার আদায়ে লড়াই করতে হয়। শিখিয়েছে এত দল-মতের বিভাজন থাকার পরেও কেবল ‘ছাত্রসমাজ’- এই এক পরিচয়ে কিভাবে যৌক্তিক দাবি আদায়ে অকুতোভয়ে নিজেকে বিলিয়ে দিতে হয়।
এ জুলাই যে সব রং ছেড়ে বেছে নিয়েছে তার ভাই-বোনের রাজপথে ঝরে পড়া প্রতি ফোঁটা রক্তের রং লালকেই। যে জুলাই শত মায়ের বুক থেকে তার প্রাণের চেয়ে প্রিয় আদরের সন্তান কে করেছে আলাদা, বাবার চোখে এনেছে জল, ছোট্ট অবুঝ শিশুকে করেছে বাবা-মা হারা, বোনের কাছ থেকে কেড়ে নিয়েছে ভাইকে আর ভাইকে করেছে বোন হারা, সে জুলাই এর দীর্ঘতার শেষ হোক। যে জুলাই বাংলার স্নিগ্ধ আকাশ বাতাস কে এত ভারী করে তুলেছে, মানুষের মনে এনেছে স্বজন হারানোর হাহাকার, সে জুলাইয়ের দীর্ঘতার শেষ হোক। এ তো সেই জুলাই যার প্রতিটি রাত কেটেছে নির্ঘুম, অনিশ্চয়তা আর উৎকণ্ঠায়। সারাদিনের ক্লান্তি শেষে রাতে ঘুমাতে গেলে এ জুলাই মনে করিয়ে দেয় তার ভাই এর সেই শেষ কথা গুলো “ভাই, পানি লাগবে কারো? পানি?…”। কিন্তু এ জুলাই আবার শিখিয়েছে মৃত্যু ভয় কে জয় করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে, কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করতে, অধিকার আদায়ে সচেষ্ট হতে, সব বিভেদ ভুলে একটা গোটা জেনারেশনকে এক হতে। তাইতো শিক্ষাময় এ জুলাইয়ের দীর্ঘতার শেষ না হোক কিন্তু নির্মমতার এই জুলাইয়ের দীর্ঘতার শেষ হোক!

0807 last
1311 মো মুহেব্বুল ইসলাম writers photo
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ