fbpx
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

অবসাদ

চঞ্চল প্রাণোচ্ছ্বল আঠারোর তরুণ দল,
অরুণের রক্তআভা গায়ে মেখে সামনে চল।
অর্ধশতাধিকের প্রতিকূলে উত্তপ্ত সুপ্তলোক
সমস্বরে স্লোগানে মেধার দাবি আদায় হোক।

শান্ত মিছিলে আজ অস্ত্রের প্রতিরোধ,
ঘাত প্রতিঘাত আর কত শত বিরোধ।
যে যার মতো হলো – জড়, বাঘ কিংবা সরীসৃপ
মুহূর্তে উত্তপ্ত শ্মশান যেন শান্ত এ বদ্বীপ।

আগ্নেয়াস্ত্র আর আর্মড ফোর্সেস পদচারণ,
বিচ্ছিন্ন জনপদে কী শুন্য নীরব আয়োজন!
থমকে আছে দেশ আর বিপন্ন জনজীবন,
স্বাধীন ছাতক খুঁজে আজ অন্যায় অবসান।

ঘরবন্দী চোখ পাড়ি দেয় খোলা আকাশেই –
চির অবসরে সত্যিই কি অবসাদ নেই!
কাল থেকে উত্তর পর্বের যাত্রা কি অসীম!
নিঃস্বার্থ নাগরিকের দেশপ্রেমই শুধু আদিম।

সুপ্তি
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশন: ২০১৭-১৮