fbpx
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

এই প্রজন্মের জন্য চিঠি

প্রিয় Gen Z,

অভিনন্দন। বাংলাদেশের স্বাধীনতার দ্বিতীয় সূচনা হলো তোমাদের হাত ধরে । ৫ আগস্ট ২০২৪ বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন হয়ে থাকবে। তোমাদের দেখে কবি সুকান্ত ভট্টাচার্যের

“দুর্মর” কবিতার চারটি লাইনের কথা মনে পড়ে গেল।

সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী

অবাক তাকিয়ে রয়ঃ

জ্বলে পুড়ে-মরে ছারখার

তবু মাথা নোয়াবার নয়।

তোমরা দেখিয়ে দিলে প্রযুক্তিতে আসক্ত এই প্রজন্ম অকর্মণ্য নয়। ন্যায্য অধিকার আদায় ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য তোমরা রাজপথে নামতে পারো, নিজের জীবন দিতে পারো। কোটা সংস্কার থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার পর্যন্ত প্রতিটি ধাপে তোমরা দেশপ্রেমের পরিচয় দিয়েছ। ভীতিকর ও অনিরাপদ পরিস্থিতির মধ্যে তোমরা তোমাদের লক্ষ্য অর্জনে পিছু হটে যাও নাই, বরং দুর্বার গতিতে আন্দোলনের তীব্রতা ছড়িয়ে দিয়েছ। এই প্রজন্ম অসম্ভবকে সম্ভব করে দিতে জানে। বুকে অফুরন্ত সাহস ও স্পৃহা রেখে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করে দেখিয়ে দিয়েছ তোমরা। সোনার বাংলাদেশ গড়ে তুলতে প্রতিনিয়ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছো।

ট্রাফিক নিয়ন্ত্রণ করা, রাস্তাঘাট পরিষ্কার -পরিচ্ছন্ন রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় রক্ষা করা, চোর ডাকাতদের দমন করা, বৃক্ষরোপণ করা ইত্যাদি কাজগুলোতে তোমাদের পদচিহ্ন রেখে গিয়েছো। সবাইকে আশ্চর্য করেছে তোমাদের একতা, তোমাদের স্বাধীনতার চেতনা। সত্যিকার অর্থে তোমরা অসাধারণ।

এভাবেই হোক তারুণ্যের জয়। তারুণ্য শক্তি জ্বলে উঠুক দেশের প্রতিটি প্রান্তে।

0810 Last
আনুশী আরভীন
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

সেশনঃ ২০১৮ - ২০১৯