fbpx
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

জুলাই থেকে বলছি

না, এটা বায়ান্নর ফেব্রুয়ারী নয়,
আমি বলছি ২৪ এর জুলাই থেকে।
রক্ত দিয়ে রাঙিয়ে দিলে বিশ্ববিদ্যালয় গোটা,
ছাত্রসমাজ মানতে পারেনি বলে অন্যায় কোটা।
ভালোবেসে নাম দিলেন আপনি আমাদের রাজাকার,
কেন? কারণ, আমরা চেয়েছিলাম আমাদের ন্যায্য অধিকার।
ছিলেন জনগণের চোখের মণি, যতই করেন আড়ালে নয় ছয়,
কালো শাড়িতে কিন্তু বেশ মানিয়েছে আপনার অভিনয়।
আমরা তো নির্মুল চাইনি, চেয়েছিলাম তো মাত্র সংস্কার,
অভিনয়টা জারি রাখবেন, পেলেও পেতে পারেন অস্কার।
যাদের এনেছিলেন ক্যাম্পাসে দেখিয়ে বিরিয়ানির লোভ,
সামলাতে পারবেন তো লাখো শিক্ষার্থীর সেই বিক্ষোভ।
এক ফোঁটা রক্তও বৃথা যাবে না যতক্ষণ থাকবে নিঃশ্বাস,
কিভাবে ভুলে গেলেন এই ছাত্রসমাজের ইতিহাস?
মনে রাখবেন, অধিকার তো আমরা আদায় করে ছাড়বোই ,
যতই রক্ত ঝরান, বিজয়ের ধ্বজা কিন্তু আমরা উড়াবোই।