অত্যাচার, বৈষম্যের এই কি ছিলো শুরু?
আমি তো কিছুই করিনি বলিলেন- নাটের গুরু
কোটা না মেধা, দাস নাকি গুনী?
হলো না তার সহ্য, বনে গেলেন খুনি
বাঁধা হলো ছাত্রসমাজ, যোগ দিল দলে দলে
“আমায় ঠেকাবে কে?” চালাও হামলা হলে হলে
‘তোরা সকলে অপরাধী, জানিস আমার ধার?’
‘আমরা সবাই মুক্তিযোদ্ধা, তোরা রাজাকার!’
মানুষ মরলো নির্বিচারে, তাতে কি যায় আসে?
‘মেট্রো, বিটিভির এই হাল!’ অশ্রুতে তার চোখ ভাসে।
বন্ধ করে যোগাযোগ, চালাও গণহত্যা
হারিয়ে গেলো শত শত প্রাণ, তরুণ তরুণ সত্তা
এই তাহলে ক্ষমতা, এই তোমার রাজনীতি?
পিতা লিখেছিলেন গান, গাইছো সেই গীতি?
আমার ভাইয়ের রক্তে রাঙানো জুলাই
আমি তা কি করে ভোলাই?
ধরে রাখতে সিংহাসন
ব্যবহার করেছ প্রশাসন
টুপি পরা বাহিনী তার, খেয়েছে সকল যুক্তি
কবে পাবো স্বাধীনতা? হবে কি আদৌ মুক্তি?
ছাত্রসমাজ তার জন্যে, হয়ে দাঁড়িয়েছে কাল
ডাক দিলেন কালো রঙের, হয়ে গেলো লাল
বন্ধ হোক রক্তপাত, ভরে উঠেছে প্রাণের ঝুলি
সেই সাইদ, মুগ্ধ, রিয়ার বুকে আর না বাঁধুক গুলি
আসুক আবার সূর্যোদয়, নতুন করে বাঁচার
পতন হোক জালিমের, শেষ হোক স্বৈরাচার।
- কাজী শাফিন আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩
- কাজী শাফিন আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩
- কাজী শাফিন আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪