ওরে আমজনতা, শক্তি শেষ?
মুক্তির জন্য ডাকছে দেশ
চির মুক্তির সীমানায়
ওরে মুক্তি পাবি আয়।
চাইল নিজের প্রাপ্য অধিকার
বানিয়ে দিল ‘রাজাকার’
শিক্ষার্থীরা এত দুর্বল নয়
ওরে মুক্তি পাবি আয়।
শিক্ষার্থীদের কন্ঠে বজ্রধ্বনি
জনসমুদ্র শুনছে বাণী
এখন আর বিলম্ব নয়
ওরে মুক্তি পাবি আয়।
পরন্ত বিকলের ক্লান্তিময় লগ্ন
তারুণ্যের মন লক্ষ্যে মগ্ন
রাজপথে যেন আমজনতার বান
শুনবে সবাই মুক্তির আহ্বান।
বাংলায় আজ এসেছে ফাগুন
মনের মধ্যে জ্বলছে আগুন
দেশ সংস্কারের কামনায়
ওরে মুক্তি পাবি আয়।
সবার মুখ রক্তজবার মতো লাল
ক্রোধে জনসমুদ্র উত্তাল
আগুনের দ্যোতনায়
ওরে মুক্তি পাবি আয়।
পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে অরুণ
চাহনি হয়ে আসছে করুণ
আর কোনো দেরি নয়
ওরে মুক্তি পাবি আয়।
তারুণ্যের শক্তিতে প্রাণ সজীব
মনটা কেন হচ্ছে উদগ্রীব?
হয়ত মুক্তির আকাঙ্ক্ষায়
ওরে মুক্তি পাবি আয়।
১৮’র চলার গতি দুর্বার
শক্তি আছে যুদ্ধে লড়বার
স্বৈরাচারীরা আজ শঙ্কায়
ওরে মুক্তি পাবি আয়।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর জোয়ার
কেউ নয় মাথা নোয়াবার
মুক্তি সবাই চায়
ওরে মুক্তি পাবি আয়।
মুগ্ধ সবাই সমন্বয়কদের ভাষণে
অতিষ্ঠ সবাই স্বৈরাচার শাসনে
আর সহ্য করবার মতো নয়
ওরে মুক্তি পাবি আয়।
প্রস্তুত সবাই কঠোরভাবে লড়তে
প্রয়োজনে রাজী প্রাণে মরতে
শক্তি করতে হবে সঞ্চয়
ওরে মুক্তি পাবি আয়।
শক্তিশালী কর তোমাদের হাত জুগল
ভেঙ্গে ফেল পরাধিনতার শিকল
মুক্তির দুতদের বার্তায়
ওরে মুক্তি পাবি আয়।
লাখো লাখো জনতা লড়ল
হাজার খানেক মরল
আন্দোলন নাহি থামে
শরীর ভেজা রক্ত ও ঘামে।
শিক্ষার্থীদের বুকে গুলি
স্বৈরাচারীর মুখে শান্তনার বুলি
সবাইকে বোকা মনে হয়?
ওরে মুক্তি পাবি আয়।
দেশের সবাই যুদ্ধে লড়বে
আরও নাহয় রক্ত ঝরবে
সংগ্রাম করে অর্জন করবে বিজয়
ওরে মুক্তি পাবি আয়।
- হাবিবুল বাসার সুমনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a8/বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪
- হাবিবুল বাসার সুমনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a8/বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০২৪
- হাবিবুল বাসার সুমনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a8/বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪
- হাবিবুল বাসার সুমনhttps://www.thepapyrus.org/author/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a8/বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪