fbpx
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

যোদ্ধা

লাল নিশান উড়িয়ে দিয়েছি
মন দরিয়ায় প্রতিবাদী ঠেউ
হৃদয় জমিনে সাহসী বীজ
ভয় পাইনাকো কেও।
যত আঘাত আসুক না কেন
ছাড়বো না তো প্রতিবাদ
ভেঙে দিব সব অবিচারের পথ
জাগিছে মন উন্মাদ।
বুলেট ব্যানট মার যত পারিস
রক্ত ঝরা চোখে তাকাবই জানিস
পিচঢালা পথ রাঙাবোই আমি
অত্যাচার যত পারিস করিস।
আমি উন্মাদ করবো প্রতিবাদ
প্রতিবাদী আমার পথ
চুরমার করে দেব সব কিছু
থামবে না যোদ্ধার এ রথ।
তোরা পিশাচ রক্ত খেকো
স্বৈরাচার তোদের প্রভু
ধ্বংসের খেলা খেলিস তোরা
কবে তোরা মানুষ হবি।

আমি ঝড় আমি সাইক্লোন
আমি শক্তি আমি মহাপ্লাবন
মহাবীর আলীর রক্তে
সদা চলাচল আমার ধমনী
জুলুম জালিম সদা ভয়ে কাঁপে
আমি যে সাহসী মুসলিম।
আমি সাঈদ আমি নাহিদ সালাম ও বরকত

আমি যে লাখো শহীদ
যাদের অগ্নি রক্তিম স্রোতে
রচিত এ স্বাধীন জনপদ।

অত্যাচারী তোরা বড়োই নিষ্ঠুর
রক্তে তোদের নেশা
মুসলিম আমি জাগিছি আজি
পালাবি পাবিনা দিশা।
আমি ওমর রা: এর ইস্পাত বাহু
ওয়ালিদের মত সাহসী
করি না কারও পরোয়া আমি
হেতা আজি যোদ্ধা হয়ে যুদ্ধে নামি।
ছাত্র জনতার মিছিলে আমি
সহায় আমার অন্তরজামি
মায়ের চোখের অশ্রুতে আমি
স্বাধীনতার বৃষ্টি হয়ে বার বার স্বদেশে নামি।