দুর্ভাগ্যের বালুকাবেলায়
ছুয়ে দিয়ে যাওয়া প্লাবনের ভরা
নিঃশেষে দানে হয়ে অবসান
নিয়তির গুমোট।
প্রতিদানে তাই নিশ্চুপ-নিরুত্তাপ!
এই জীবন আকাঙ্ক্ষার নয়;
অমোচনীয় কালক্রীড়ার মাহেন্দ্রক্ষণ।
চেহে আছি তাই ঐ পুবাকাশে
দিগ্বিজয়ীদের জয়ধ্বজার পানে।
অপরাধ ভাগী আজ-
পরিপূর্ণতার আড়ষ্ট জবানে,
ইন্দ্রিয়ের চতুরঙ্গের চালে
আবদ্ধ এই জীবনরথ।
জীবনাসক্তির সোমরসে বিসর্জিত স্বকীয়তা
সমর্পিত গ্রীবার প্রতিটা কশেরুকায় আত্মচিৎকার
হীনতার দুয়োধ্বনিতে নিদাঘ এই মহাকাল
ক্ষমা করুক আমায়।
প্রাক্তন শিক্ষার্থী | সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ১৪, ২০২০
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, জুন ১১, ২০২০