সম্পাদকীয় – অগাস্ট ২০২৪
ছাত্র-জনতার তীব্র আন্দোলনে এক সাগর রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনকে সরকার পতনের আন্দোলন পর্যন্ত টেনে নিয়ে গেছে শেখ হাসিনা নিজেই। আবু সাঈদ, মুগ্ধ সহ শত শত ছাত্র ও সাধারণ মানুষ হত্যা, শিশুহত্যা, কিশোরহত্যা – কী হয়নি রক্তাক্ত জুলাইয়ে! এসব নির্বিচার হত্যাকাণ্ড নিয়ে তামাশাও হয়েছে ৩০ জুলাই রাষ্ট্রীয় শোক পালনের অপচেষ্টার মাধ্যমে, যদিও ছাত্র-জনতা তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এ প্রসঙ্গে নিচের কবিতাটি লেখা।
স্বৈরাচার :
“চারদিকে সব লালের আঁচড়,
করছে না ‘শোক’ কেউ যে!
শোকের কালো ফেললো ঢেকে
রক্ত-লালের ঢেউ যে!”
ছাত্র/ছাত্রী :
“তোমার কাছে হার মেনেছে
বচ্চন আর খান্না।
কয়খানি কান থাকলে শুনবে
জুলাই মাসের কান্না?
তোমরা সবাই ‘মহান নেতা’ –
ভাইটা আমার তুচ্ছ?
আমার ভাইয়ের রক্তে রঙিন
কৃষ্ণচূড়ার গুচ্ছ।”
এই কবিতাটি সম্পাদকীয় হিসেবে প্রকাশের ইচ্ছে ছিলো। কিন্তু, তার আগেই পট পরিবর্তন হয়েছে।
হাসিনা সরকার পতনের পর যখন ছাত্র-জনতার বিজয় উদযাপন চলছে, ঠিক তখনই একদল সুযোগসন্ধানী দুষ্কৃতকারী লুটপাট, অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের ঘর-বাড়ি ও মন্দিরে হামলাসহ নানা অরাজকতায় লিপ্ত হয়েছে। যারা বলছেন ‘এগুলো দীর্ঘদিনের ক্ষোভের বহি:প্রকাশ’ বা ‘একটু-আধটু তো হতেই পারে’ তাদের উদ্দেশ্যে বলছি, ১৫ বছর আগে হাসিনা সরকারও একটু-আধটু করেই স্বৈরাচারী কর্মকাণ্ড শুরু করেছিলো।
সত্যিকারের পরিবর্তন আনা সহজ নয়। মনে রাখতে হবে, বিপ্লবের সময় অতিবিপ্লবীদের কর্মকাণ্ডে প্রতিবিপ্লবের বীজ অংকুরিত হয়।
সবাইকে সম্প্রীতি ও বৈষম্যহীনতার আহ্বান জানাই। এই ঐতিহাসিক বিজয়ের সুফল সবাই ভোগ করুক।
প্রাক্তন শিক্ষার্থী
পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
সেশনঃ ১৯৮৩ - ৮৪
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০১৫
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০১৫
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, জুলাই ১, ২০১৫
- জাফর আহমেদ খানhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8/বুধবার, জুলাই ১, ২০১৫