জুন ১৮, ২০২৫

ভন্ডামি

হঠাৎ বন্যায় ডুবুডুবু শহর
বিপদের সাইরেন উঠলো বেজে,
ত্রাণদাতারা ত্রাণ দিতে নয়
পিকনিকে এসেছে সেজে।

ভিডিও করতে ব্যস্ত তারা
মহৎ সাজবে দিয়ে ত্রাণ,
ক্ষুধার জ্বালায় কাঁদছে শিশু
কত শত ঝরছে প্রাণ।

মানবতার কল্যাণে এগিয়ে চল
ভন্ডের চরিত্র নিয়ে নয়,
কিছু ভন্ডের জন্য দুর্নাম সবার
মনুষ্যত্বের হচ্ছে ক্ষয়।

নতুন প্রজন্ম উঠছে বেড়ে
তাদের শেখাই ভালো কিছু,
ভন্ডামি আর করব কতকাল?
চল, যে পথে চলেছে যিশু।

0401 হাবিবুল বাশার সুমন
লোক প্রশাসন বিভাগ | জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Facebook
Threads
LinkedIn
Telegram
X
Reddit
Email
WhatsApp

আরও লেখা সমূহ