আজি তপ্ত দুপুর এ বেলাতে
অগ্নি বায়ুর ঝলকানিতে
হৃদয় জমিন হয় যদি কাঠ মরু,
এসো তবে আমার কাছে
দাঁড়িয়ে আছি স্বপ্ন হাতে!
ডাকছি বলে বারে বারে
পানি লাগবে পানি?
হাসছে শুনে ঐ সবুজ তরু।
ভয় পেলে কি হবে!
সাহসী হবে কবে?
কত কাল সয়ে যাবে?
এবার প্রতিবাদী হতে হবে।
ক্লান্ত হলেও দমবে না
রাজপথ কভু ছাড়বে না,
তৃষ্ণা জুড়াতে ডাকছি এসো
পানি লাগবে পানি?
তবে আমার কাছে আস।
দেশ তাকিয়ে তোমার পানে
স্বাধীনতার স্বপ্ন বুনে,
শত শত মা রাত জাগিয়ে
দোয়া করে যায় কায়া ও মনে।
নিরাশ হতে নেই, জয় তো হবেই!
কোটি কোটি লোক তোমারই পাশে
নতুন ভোরের সূর্য হতে
চলো এগিয়ে, লড়ো সে আশে।
জালিমের বুলেটে দাও পেতে বুক
দেশ বাঁচাবে এতেই তো সুখ!
অন্যায় সব যাবে যে ভেসে
মুক্ত বাতাসে হাসবে কোটি মুখ।
ক্লান্ত হয়ও না, নিরাশ হতে নেই
ডাকছি তোমায় তবু কী শোন না
পানি লাগবে পানি?
এসো তবে আমার কাছে
শরীর ও মনের তৃষ্ণা মেটাতে।
আমাকে নিয়ে ভাববে না
পিছন পানে চলবে না
শত ব্যাথায় হাসতে পারি
সামনে যেতে ভুলবে না।
বুকে আমার স্বাধীন খুন
স্বৈরাচারীর বুকে লেগেছে ঘুন,
মুক্ত সমাজ ডাকছে আজি
মুক্তির গানে পড়েছে ধুম।
হে নবীন, ডাকছি তোমায়
পানি লাগবে পানি?
দেখ বুকের জমিনে
ঝরে রক্তের বৃষ্টি ঝুমু ঝুম।
আকাশ জুড়ে মুক্তির আলো
দু’চোখে আমার গভীর ঘুম,
পানির ফেরিওয়ালা পড়লো লুটে
সৃষ্টিকর্তা দিলো তাঁর ললাটে চুম।
হে বিদ্রোহী, হে প্রতিবাদী
পানি লাগবে পানি?
তবে এসো আমার কাছে
মন ও প্রাণের তৃষ্ণা মেটাতে।
অবাক দুনিয়া অবাক আমি
বিস্ময় চোখে অবাক তুমি!
পানি বিলিয়ে মরণেও সুখ
মুগ্ধের মুগ্ধতায় ভরা সবার বুক।
- মো: শাহ জালালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
- মো: শাহ জালালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, জুন ১৩, ২০২৪
- মো: শাহ জালালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪
- মো: শাহ জালালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2/সোমবার, আগস্ট ১২, ২০২৪
- মো: শাহ জালালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a7%8b-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪