সময়টা ২০১৭ সাল, ৩০ শে আগস্ট৷ বাংলাদেশ ক্রিকেট টিম প্রথমবারের মতন অস্ট্রেলিয়াকে টেস্টে হারায় ২০ রানে। সেইদিন ম্যান অফ দা ম্যাচ হয়ে সাকিব পুরো কৃতিত্বটাই দেন তার স্ত্রীকে। সাকিব ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সেইটা আমরা সকলেই জানি। কিন্তু তার পরের দিনই প্রথম আলো এক লেখিকার প্রতিবেদনের শিরোনাম দেখতে পাই, যাতে লিখা “সাকিব যেন বাস্তব জীবনের অলরাউন্ডার”। প্রতিবেদনের লিখাটা আগ্রহ নিয়ে পড়ি কিন্তু তখনো বুঝি নে যে বাস্তব জীবনের অলরাউন্ডারটা কি আসলে? কিন্তু মনে মনে এই কথাটা খুবই পছন্দ করলাম এবং স্থির করলাম আমিও বাস্তব জীবনের অলরাউন্ডার হবো। কিন্তু সময় চলে গেলো তার মতন, এই কথার মিনিং আমার বুঝা হলো না আর। তারপর ঠিক তার ৬ বছর পর ২০ শে আগস্ট, ২০২৩ সাল (ততক্ষণে আমি পেশাদার ক্রিকেট ছেড়ে দিয়েছি) ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তির পর জাফর স্যার তার প্রথম ক্লাসে অলরাউন্ডার নিয়ে একটা কথা বললেন। কথাটি ছিলো এইরূপ, “তুমি যেই জায়গায়ই যাও সবখানে একজন করে অলরাউন্ডার পাবে, ইনি অলরাউন্ডার টিচার, অমুক অলরাউন্ডার অফিসার, এই ডিপার্টমেন্টেও এমন এক-দুইজন হবে যারা অলরাউন্ডার স্টুডেন্ট, যাদের সবদিকেই কাজ করার সক্ষমতা আছে।” সেইদিনই “বাস্তব জীবনের অলরাউন্ডার” কথাটার আসল অর্থ বুঝেছিলাম। তখনই আবার আমার ইচ্ছা পুনোরুজ্জীবিত হলো এবং সেই অনুসারেই আমি নিজেকে তৈরি করতে লেগে গেলাম। জানি না আমি কতটুকু সফল হতে পেরেছি বা পারব, সাকিবের মতন হয়ত কোনোদিনই হতে পারব না, কিন্তু এই একটি শব্দ, একটি ইচ্ছা কতকিছু যে শিখিয়েছে, তা অবিশ্বাস্যকর একদম। এক বাস্তব জীবনের অলরাউন্ডার হবার বাসনা থেকেই আমি ভার্সিটি জীবনের প্রথম থেকেই পড়াশোনা ঠিক রাখার পাশাপাশি টিউশন, লিখালিখি, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান করা, বাস কমিটির হয়ে কাজ করা, প্রোগামিং শিখা, সিআর হয়ে কাজ করা ইত্যাদি চালিয়ে যেতে থাকি। তবে প্রথম বর্ষের একবারে শেষপ্রান্তে এসে বিশাল গণজাগরণের মধ্য দিয়ে বাংলাদেশে স্বৈরাচারী শাসনের পতন ঘটে। এই আন্দোলন কোটা প্রেক্ষিতে শুরু হলেও শেষ হয়, সরকার পতনের মাধ্যমে৷ কিন্তু বাস্তব জীবনের অলরাউন্ডার সাকিবের এই আন্দোলনে আহত, নিহত ছাত্রছাত্রীদের পক্ষ না নিতে দেখে এক প্রকার আশ্চর্যই হলাম। যেই সাকিব সমগ্র বিশ্বকে বুড়ো আঙুল দেখিয়ে বাংলাদেশকে চ্যাম্পিয়নস ট্রফিতে নিয়ে গেলো, যে সাকিব অন্যায়ের বিরুদ্ধে মাঠে স্ট্যাম্প ভাঙলো, তার এই আচরণ? যিনি খেলোয়াড় হয়ে বাংলাদেশকে এত কিছু দিয়েছেন, তিনি সংসদ সদস্য হয়ে কিছুই করলেন না। বরং স্বাধীনতাকামী জনগণের একজনকে প্রশ্ন করে উঠলেন, “আপনি দেশের জন্য কি করেছেন?” আবার যেইদিন আমার দেশের ভাইদের বুকে গুলি চলছিল, সেইদিন তার স্ত্রীর দেওয়া স্ট্যাটাস নিশ্চিতভাবে আমার মতন অসংখ্য ভক্তের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। বাস্তব জীবনের অলরাউন্ডার হয়ে কি লাভ, যদি আমার নৈতিকতাই না থাকে? কীভাবে একটা দিন সুন্দর হয় যখন আমার ভাইয়ের গুলিবিদ্ধ লাশ রাস্তার পড়ে থাকে? তার অফফর্ম, অবসরের ঘোষণা বিন্দুমাত্র পীড়া দিচ্ছে না আজ আমায়। দেশের মানুষের জীবন রক্ষা করা প্রথম দায়িত্ব এবং এরপরেই আসে সবকিছু। সাকিবের নামে করা মামলা সত্য কি মিথ্যা, ইত্যাদি নিয়ে বিশেষ কোন মত দিব না। তবে পরিশেষে একটা জিনিসই বলব, বাস্তব জীবনের অলরাউন্ডার হতে পারি বা না পারি, তবে একজন নীতিবান মানুষ হতে চাই। রাজনৈতিক পজিশন হোক, আর যে কোনো উচ্চ পজিশন হোক না কেন, দেশের গণহত্যা, দেশের সাধারণ মানুষের বিপক্ষে যাতে কোনোদিন না যাই সেই প্রতিশ্রুতি থাকবে নিজের কাছে। দ্বিতীয় খেলোয়াড় সাকিব পাই বা না পাই, কিন্তু এমন সাকিব দ্বিতীয়টা চাই না। সফলতা মানুষকে যেভাবে গড়তে পারে, হয়ত একইভাবে ধ্বংসও করতে পারে। তবে মানুষ মাত্রই ভুল হয়, বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী এই সাকিব যাতে ভালো মানুষ হয়ে ফিরে আসে সেই প্রত্যাশাই থাকবে।
- কাজী শাফিন আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩
- কাজী শাফিন আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩
- কাজী শাফিন আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪
- কাজী শাফিন আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/সোমবার, আগস্ট ১২, ২০২৪
- কাজী শাফিন আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪