fbpx

জানুয়ারি ২১, ২০২৫

মেনিমুখো সম্প্রীতি

সংস্কারের উত্তরীয়ে ঢাকছে ওরা পরম্পরা 

উদ্ভূত সব বঞ্চনাতে নতুন খাতা হচ্ছে ভরা

মধ্যপথের মানুষ যত, নির্লিপ্ততায় অবিরত

অস্বীকৃতির নিগড়ে আজ করছে বসবাস,

গৌণ মানুষের দিনযাপনে তাই বাড়ছে দীর্ঘশ্বাস! 

দ্রোহের বেশে ট্রোজান হর্সে জিইয়ে রেখে শঙ্কা 

নিষ্কম্প নিশ্চিহ্নতায় বাজাচ্ছে জয়ডঙ্কা। 

প্রদীপশিখার নতুন আলোয় আলোকিত হয়ে রই

নিচেতে তাহার অতল আঁধার 

অবিরত যেথা ঘটে অনাচার 

আমি ‘মধ্য’ ; চাইনাকো বিচার

আলোর দিকেতে রই।

অস্তিত্বে ওদের পাড়া দিয়ে ধরে;হাসিমুখে সব সই!

স্রোতের মাঝেতে হেলেদুলে চলি

আধোমুখে কখনো দুকলম তুলি

করেছি  বহুত ঢের।

দায় কি শুধুই আমার?

ওদের কি নেই কিছু!

কেন বাছা তোরা সরব রইবি

যেভাবে চাইবো সেভাবেই সইবি

অঙ্গারেতে শুধু কেনো কাঁদবি তুই আজ

ওর মাঝেতেই পরিয়েছি তোদের সম্প্রীতির তাজ!

jagannath pal
প্রাক্তন শিক্ষার্থী | সিভিল ইঞ্জিনিয়ারিং, চুয়েট