মার্চ ১৯, ২০২৫

শুধু একবার বলে দিও

একবার বলে দিও,
শুধু একবার…

কোন সে ডোরে তোমায় বাঁধিব,
রাখিব আঁচলও মাঝারে!
শুধু একবার বলে দিও।

কেমন করে বন্দি করব তোমায়,
মোর পুতুলেরও বাক্সে!
শুধু একবার বলে দিও।

চোখের যদি জল হতে,
কেমন করে ধরে রাখতাম তোমায়,
অক্ষিরও কোটরে!
শুধু একবার বলে দিও।

ঠোঁটের কোণের যদি হাসি হতে,
কেমন করে হাসতাম তোমায়,
দু:খেরও সাগরে!
শুধু একবার বলে দিও।

বাবুই পাখির যদি বাসা হতে,
কত না যতনে সাজাইতাম তোমায়,
গড়িতাম সুখেরও সংসার!
শুধু একবার বলে দিও।

কোন সে মহাপাপের শাস্তি পাচ্ছি?
চাওয়াটা যে চাওয়াই থেকে গেল!
শুধু একবার বলে দিও।

এ হৃদয়ের দহন অগ্রাহ্য করে,
রয়ে গেলে অন্য ঘরের শো-পিস হয়ে!
কেন?
শুধু একবার বলে দিও।

0611 আকাশ আহমেদ Writer profile
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়