যদি ছন্দ গুলো লিখতাম
তবে একটা কাব্য হতো ,
আমি হাত গুটিয়ে রাখতাম
শুধু শব্দে ছন্দে মিলত।
যদি চাইতে তুমি আমায়
তবে হাত দুটো বাড়াতাম,
আমি একটু আধটু হাসতাম
তুমি মুখ-খানি লুকোতে।
তোমার হাত দু’খানা ভর্তি
চুড়ি গুলো শব্দে মাততো।
হয়নি সে-সব কিছুই,
তবে সময় আছে আরও …
আজও আমি,
পাই যে ফিরে আমায়
তোমার মায়া ভরা চোখে।
তুমি ভাসিয়ে দিয়ো আমায়
তোমার ওই দুষ্টু-মিষ্টি পাগলামিতে।
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
- This author does not have any more posts.