লিখতে ভয় হচ্ছে। মুখোশধারী মনে হচ্ছে নিজেকে। আমি নিজের কাছে একরকম, মানুষ ভাবে অন্যরকম।
আমার জীবন নিয়ে অংক করতে ইচ্ছে হচ্ছে। ধরলাম আমি বাঁচবো ৭০ বছর, একটু বাড়িয়ে বললাম ; কারন আমার মা-বাবারই তো এখন পঞ্চাশ বছরের মত আমি চাই তারা আরো ২০ বছর বাঁচুক, আরো বেশি। তাই ধরে নিলাম, আমিও ৭০ বছরের মতো বাঁচবো।
এর মধ্যে পড়াশোনা, চাকরি, সংসার, বিয়ে, বাচ্চা সব মিলিয়ে জীবনে অনেক কাজ করতে করতে একদিন মরে যাব। এবার এত কাজ সামলাতে গিয়ে আসল কাজটাই ঠিকমতো করা হলো না। সেটা হলো- আল্লাহর ইবাদত। এবার মরে গিয়ে তো ভয়ংকর শাস্তি পেতে হবে। আবার দুনিয়ায় থাকাকালীনও বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে মন খারাপ, দুঃখ, পাওয়া না পাওয়ার হাহাকার-কষ্ট রয়েই গেল সবার, সাথে আবার হতাশা আর হতাশা। এই দুনিয়া নিয়ে এত চিন্তা করলাম বলে আবার পরকালেও মারাত্মক শাস্তি পেতে হবে, ভয়ংকর সব কর্মফলের শাস্তি।
এপারেও কষ্ট পেলাম কারণে-অকারনে, ওপারেও কষ্ট পাবো এপারের কর্মফলের।
- তামান্না ইসলাম চৈতিhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9a%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf/বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০২৩
- তামান্না ইসলাম চৈতিhttps://www.thepapyrus.org/author/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%9a%e0%a7%88%e0%a6%a4%e0%a6%bf/বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩