fbpx

ডিসেম্বর ৫, ২০২৪

ঘড়ির কাঁটায় সভ্যতা

সভ্য ইনি সভ্য তিনি, সভ্যতার ছড়াছড়ি;
সভ্য হবো সভ্য করো, দিবে দাও হাতেখড়ি!

বর্ণমালার আদি বর্ণ শেখায় আমায় কী!
“হাতে নিয়ে বিষের বাটি, বলে তাতে ঘি।”
নিজের মতো আইন বানিয়ে আমায় দিবে জেলে,
সভ্য হয়ে এমন কানুন, কোথায় তুমি পেলে?
নিজের ময়লা বলে কয়লা, আমায় করো দান-
দানের নামে শোষন করে ধরবে কত ভান?
বন্ধু তোমার দোষী হলেও শত খুন তার মাফ!
আমি মজলুম মুখ খুলিলে তাতেই মহাপাপ।
সাম্যের নামে কাম্য কর, ভাঙ্গবে মোদের দাঁত!
ফন্দি তোমার বন্দি হবে, ভাবে যদি দুই জাত-
“আড়াইশোতেও শুণ্য তুমি,
আমায় শেখাও সাম্যের বাণী!”
আর কতকাল সাধু বেশে থাকবে তুমি বলো?
মুখোশটা আজ খুলে দেখো, বলবে সবে কালো।
তুমিও জানো আমিও জানি লুকোচুরি শেষ,
খড়ি দিয়ে ঘড়িই নিবো, তবেই হবে বেশ!

মোঃ আব্বাস উদ্দিন
শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়