সাদা ধূসর এই আকাশে, আমি চাই খেলতে
অম্লান মৃদু এই বাতাসে, বাজপাখির ন্যায় মেলতে।
একান্তে নিভৃতে চাই আমি, জীবনের সাহিত্য পড়তে,
আবার মরে যাওয়া অনুভুতির সাথে প্রাণেপনে লড়তে।
আমি তো চাই মনের কিনারে জমে থাকা গোলাপগুলো আঁকতে,
আমি তো চাই অন্ধকারে নিজের অনুভূতিগুলো লিখতে।
আমিও চাই প্রফুল্ল মনে খোলাভাবে হাসতে,
আমিও চাই ভাবনাগুলোকে আপন করে ভালোবাসতে।
এই কি কবি? গাইছো করুণ সুরে গান?
খরা কেন এই জমিতে, আসিবে কখন ধান?
ধান আসতে আসতে হবে বর্ষা
আঁধার পেরিয়ে হবে ফর্সা
হোক তৈরি তবে হৃদয়, জীবনমঞ্চে নাচতে
আমি তো চেয়েছি শুধু, একটুখানি বাঁচতে।
- কাজী শাফিন আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩
- কাজী শাফিন আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩
- কাজী শাফিন আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪
- কাজী শাফিন আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/সোমবার, আগস্ট ১২, ২০২৪
- কাজী শাফিন আলমhttps://www.thepapyrus.org/author/%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae/বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪