ডিসেম্বর এর সুন্দর দিনগুলোর কথা মনে পড়ে কি? আরে নাহ…শেষ কয়েক বছর এর কথা বলছি না তো। আমি বলছি সেই স্কুল জীবনের কথা। তীব্র শীতের মধ্যে কাঁপতে কাঁপতে পরীক্ষার হলে যাওয়ার কথা মনে পড়তেই ভয় লাগছে তাই না? কিন্তু মনে আছে কী সেই পরীক্ষা শেষে কী হতো?
হ্যাঁ, এবার বুঝি আসল কথায় এসেছি। সারাবছর যেই ছুটির অপেক্ষায় থাকতাম, সেই ছুটি শুরু হয়ে যেত তারপরেই। কেউ কেউ তো কয়েক মাস আগে থেকেই প্ল্যান করে রাখতো মামা বাড়ি যাবার। কেউ বা নানুবাড়ি যেত। উফফ! শীতের মধ্যে গ্রামে কী মজাটাই না হতো। দিন শুরু হতো খেজুর এর রস দিয়ে আর শেষ হতো নানুর হাতে বানানো জাদুকরী স্বাদের কোনো পিঠা দিয়ে। আর সাথে ভাই বোনদের সাথে বেড়াতে যাওয়া, আড্ডা দেওয়া আর খেলাধুলা তো আছেই। ভোরবেলা যারা ধানক্ষেতের গন্ধ পায়নি, তারা কিছুটা হলেও দুর্ভাগাই বটে।
কিন্তু যারা বেড়াতে যেত না, তারা বুঝি আনন্দ করতো না? তাহলে মনে করিয়ে দেই আরো কিছু কথা। শীতের দুপুরে পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে কম্বল মুড়ি দিয়ে গল্পের বই পড়েছ কখনো? না পড়লে বড্ড মজার জিনিস মিস করেছো। মজার মজার গল্প, কখনো গোয়েন্দা কাহিনী, কখনো সায়েন্স ফিকশন, কখনো বা ভ্রমন কাহিনী। আর বিকাল হতেই বই বন্ধ করে চলে যেতাম মাঠে। শীতের ছুটিতে ব্যাডমিন্টন খেলতে হবে না?
খুব মনে পড়ে, বাবার হাত ধরে ভোরবেলা খেজুর এর রস খেতে যেতাম। মায়ের সাথে দুপুরের মিষ্টি রোদে বসে গল্প করতাম। ভাইয়ার সাথে টিভিতে কখনো খেলা, কখনো বা সিনেমা দেখতাম। মা মাঝে মাঝেই বিভিন্ন পিঠা বানাতেন। একসাথে বসে আড্ডা দিতে দিতে পিঠা খাওয়ার দিনগুলো কখনো ভুলার নয়।
এই লেখাটা লিখছিলাম ট্রেনে বসে । শীতের ছুটিতে ঘরে ফিরছি মনে আনন্দ নিয়েই। তবুও লিখতে লিখতে চোখ ভিজে আসছিলো বার বার। জীবনে ডিসেম্বর হয়তো বার বার আসবে, কিন্তু সেই স্কুল জীবনের ডিসেম্বর আর ফিরে আসবে না। কম্বল মুড়ি দিয়ে বই পড়ার মজা আর ফিরে আসবে না। অন্তত সেই আনন্দ নিয়ে নানুবাড়ি আর যাওয়া হবে না। বড্ড দ্রুত সময়গুলো চলে গেলো। বড় হয়ে যাওয়াটা জীবনের নিষ্ঠুর এক বিষয়। বড় হতে গিয়ে জীবন থেকে হারিয়ে গেলো অনেক কিছু। হয়তো আজ মনে যেই আনন্দ নিয়ে বাড়ি ফিরছি, সেটাও থাকবে না এক সময়। তবুও আশা রাখি একদিন আবারো ফিরে পাবো সেই আনন্দময় জীবন। সৃষ্টিকর্তা আমাদের সেই সুযোগ দিবেন কিনা, সেটা সময় বলে দেবে ।
- মাহিম আহমেদ শাবাবhttps://www.thepapyrus.org/author/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac/রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫