পল্লীমায়ের আঁচলখানি দিয়ে মোরা বাঁধা,
নাড়ীর টানে ছুটি সেথায় পেরিয়ে সকল বাধা।
কলসি কাঁখে গাঁয়ের বধূর ছন্দময় হাঁটা,
সারা বিশ্বের কোথাও তুমি পাবে নাকো তাহা।
পাখির কল-কাকলি আর নদীর ঢেউয়ের ছন্দ,
জুড়ায় আমার মন যে সদা গাঁয়ের হাওয়া মৃদুমন্দ।
বর্ষাদিনে পল্লীগাঁয়ের শুভ্র, সতেজ ছায়া,
দেখে আমার প্রাণ যে ভরে, কাটে নাতো মায়া।
সারা বিশ্ব এই মোহেতে অবাক চেয়ে রয়,
পল্লী মায়ের রূপসী বাংলা, জানাব বিশ্বময়।