সৌরজগতের অসীম আঁধারে
পৃথিবী নীল রঙের এক গ্রহ৷
আমি জানতাম,
এখানে ইসরাইল নামে এক দেশ আছে
ফিলিস্তিন নামেও এক দেশ আছে
হ্যা, ফিলিস্তিন৷
এখন,
ফিলিস্তিন নামে যে একটা দেশ আছে, এটা প্রমাণ করবে কে?
কীভাবেই বা প্রমাণ করা যাবে?
এই প্রশ্ন আমি রাখছি মহান আর জগদ্বিখ্যাত সব পদার্থবিদের কাছে,
রাজনীতিবিদ আর ব্যাবসায়ীদের কাছে,
আর বাকি দুনিয়ার কাছে৷
যে দুনিয়ার, আমিও একজন
হ্যা, আমি
যে আজও
ফিলিস্তিনিদের রক্তের ওপর আস্থা রাখছি৷