fbpx

জানুয়ারি ২১, ২০২৫

বাঙ্গালী বীর

তুমি কি জান, আমি কে?
আমি বাংলার রাতজাগা নীলকমল,
অন‍্যায়ের কাছে বজ্রকন্ঠী
সত‍্যে কুসুমকোমল।

আমি দুর্বার, আমি সংগ্রামী
আমি অত‍্যাচারীদের ত্রাস,
অবহেলিতের মাথার ছায়া
অত‍্যাচারীতের দীর্ঘশ্বাস।

শুভ চেতনার দেদীপ্যমান প্রদীপ
আমি মহা কল‍্যাণের কারিগর,
ছেলে হারা মায়ের কান্নার ক্রোধ
আকাল বৈশাখীর ঝড়।

আমি সর্বদাই বিজয়ী
মানি না কখনো হার,
লক্ষ্য আমার এতই অটুট
ভাঙ্গতে পারে না কোনো ঝড়।

আমার মনে নেই কোনো শঙ্কা
আমি ডঙ্কারও ডঙ্কা!
আমার ভয়ে ভীত হয়ে আছে শত্রুরা
ভীত দশাননের স্বর্ণালঙ্কা।

আমি বঞ্চিতদের মরম বেদনা
অবহেলিতের চিৎকার,
উত্তাল সমুদের ভয়ংকর ঢেউ
আমি বিদ্রোহের ঝংকার।

প্রলয়সম শক্তি আমার
আমি মহাভয়,
উৎপীড়িতের আশার আলো
দখলদারদের শঙ্কা নিশ্চয়।

আমার অস্তিত্ব শহীদের রক্তে
যেন মহা প্রেরণার বাতিঘর,
সংকল্পে আমি দৃঢ় প্রত‍্যয়ী
রুষে উঠি হয়ে সর্বনাশি ঘূর্ণিঝড়।

চেঙ্গিসের মতো দুঃসাহাস আমার
পর্বতের মতো শির,
বাংলা মায়ের দামাল ছেলে
আমি বাঙ্গালী বীর।

আমি মহা নির্বানের দিশা
অসীম সাহসের নীর,
সকল শক্তির মাথা অবনত
বিশ্ববিধাতৃর।

আমি প্রতিবাদী, আমি সংগ্রামী
আমি গর্ব বাংলার,
শান্তির চির প্রত‍্যাশী আমি
প্রত‍্যাশা নয় নরবর।

আমি গৃহহারার অসীম দুঃখ
যারা দেখেনি কখনো সুখ,
আমার পানে চেয়ে আছে তারা
চেয়ে আছে তাদের শান্তিকামী মুখ।

আমি সূর্যপুত্র ধর্মরাজ
আমার হাতে ন‍্যায়দন্ড,
আমি এ পৃথিবীর মহাবিচারক
শাস্তি পাবে সব পাষন্ড।

আমি অন‍্যায়ের বিরুদ্ধে দাবানলসম
বাংলা মায়ের গর্বিত শিষ্য,
আমার চেতনায় উদ্বুদ্ধ হলে
মুক্তি পাবে এদেশ, মুক্তি পাবে এ বিশ্ব।

বাংলা মায়ের সৌন্দর্যের কাছে
স্বর্গও যেন তুচ্ছ,
আমার কাছে এদেশই পৃথিবী
এদেশই মহাবিশ্ব।

আমি বাঙ্গালী বীর
গর্বিত আমি বাঙ্গালী হয়ে
চিরকাল উন্নত রবে শির।

0401 হাবিবুল বাশার সুমন
লোক প্রশাসন বিভাগ | জগন্নাথ বিশ্ববিদ্যালয়