জট প্যাচানো গোলকধাঁধা,
আলগা প্যাচে ঘোর ছাড়ালো
বাঁধন গুলো আলগা হলো,
জট ছাড়িয়ে সিঁধ কাটলো
খিড়কি গুলোর নতুন প্যাচে,
জাপটে ধরে সেথাই র’লো।
শব্দমালার ভিন্ন আঁশে,
গরিষ্ঠতার অজুহাতে,
জাপটে ধরে চাপটে মারি,
আমরা স্বাধীন এ বিশ্বাসে।
শুদ্ধবাদের বয়ান তুলে,নিষ্পেষণের তফাত ভুলে,
জিঘাংসার বটিকা গিলে ক্ষণিক হই মুগ্ধ।
জোশের আমেজ সমুখে মেলে,
আত্মতুষ্টির ঢেকুর গিলে,
হুক্কাহুয়ার জোয়ার তুলে,
প্রাপ্তিতে সদা বিদগ্ধ।
সিঁধের প্যাচের নতুন ডাকাত,
লুটে নিলো আছে যা বেবাক,
স্থুলতার জোয়ারে বসে বাজাও জয়ডঙ্কা!
বিভক্তির সেই পুরানো ছাঁচে
জোর করে নামাচ্ছো যেচে,
সামনে টেনে আনছো শুধুই আড়ম্বরি বাণী!
দূরে যাদের দিচ্ছো ঠেলে, তপ্ত গরল বাষ্প ঢেলে
নিষিদ্ধতার যূপকাষ্ঠে চড়িয়ে নরবলী।
মনে রেখো, হে পালোয়ান –
গোলকধাঁধার সিঁধ কাটুরে,
তোমারি বলির অন্ন চড়ায়।
মোহ তোমার হচ্ছে খালি,
হাটছো তুমি ঐ পানেতেই
বুঝবে যেদিন এই খেলাতে,
পুতুল নাচের ঐ মেলাতে,
লগ্ন তোমার মিলবে এসে
বিভক্তির এই পথের শেষে।
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/শনিবার, এপ্রিল ১৮, ২০২০
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, মে ১৪, ২০২০
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, জুন ১১, ২০২০
- জগন্নাথ পালhttps://www.thepapyrus.org/author/%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a5-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2/বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২০