fbpx

ফেব্রুয়ারি ১১, ২০২৫

অধ্যাপক মুরশীদা খানম ম্যাডামকে নিয়ে আপনার স্মৃতিচারণ ও অনুভূতি

প্রিয় ম্যাডাম,

জানি না আপনি কেমন আছেন। আপনার জন্য সব সময় দোয়া করি। আপনার সাথে আমার প্রথম দেখা সি আর নির্বাচন এর দিন । আপনার হাত ধরেই আমি সি.আর হই। সবাই যখন জিজ্ঞেস করতো, “তুমি কিভাবে সি.আর হলে?” আমি বলতাম, “ম্যাডাম আমাকে পছন্দ করেছেন তাই।”

তারপর ম্যাডাম আপনার ক্লাসে সবসময় আপনি এসে আমাকে খুঁজতেন, আমার ভুল হলেও কখন আমাকে বকা না দিয়ে সুন্দর করে বুঝাতেন। সবাই বলতো আমি নাকি আপনার পছন্দের স্টুডেন্ট। এখন আপনার ক্লাস আসলেই আমি একটা শূন্যতা অনুভব করি। আমার মনে আছে প্যাপাইরাস এর ২৫ বছরে পদার্পণে আপনি শাড়ি পরতে বলেছিলেন। আমি পরেছিলাম, তাই কত যে খুশি হয়েছিলেন আর সুন্দর করে আমায় ডেকে ছবিও তুলেছিলেন। আবার শাপা(শাড়ি পাঞ্জাবী) ডে এর দিন আমি শাড়ি পড়িনি বলে বকা দিয়েছিলেন, বলেছিলেন আপনার সব শাড়ি আমাকে দিবেন, তাও যেন শাড়ি পরি। এখন শাড়ি পরতে গেলে আপনার কথা মনে পড়ে। মনে হয় এইতো আপনি দেখে বলবেন,  খুব সুন্দর লাগছে আম্মু।” ও বলতে ভুলে গেলাম শাড়ি পড়েছিলাম যেই দিন, সেইদিন আপনি ফোনেও মেসেজ করে ছিলেন।

“TOMAKE ONEK SUNDOR LAGCILO AMMU.”

এখন আমার অনেক কাজেই আমি আপনার শূন্যতা অনুভব করি। যার মাধ্যমে সি.আর হলাম, ডিপার্টমেন্টে সেই মানুষটাই নেই। আপনার রুম এর সামনে দিয়ে যাওয়ার সময় দীর্ঘশ্বাস ফেলে যাই। এভাবেই হয়তো একদিন এই ডিপার্টমেন্ট ছেড়ে যাবো কিন্তু আপনার শূন্যতা থেকে যাবে।

ওপারে ভালো থাকেন ম্যাডাম।

ইতি,

সাদিয়া আফরিন

শিক্ষার্থী | পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়