মুরশীদা ম্যাডাম, পরিসংখ্যান বিভাগই যার ঠিকানা, ভরসা ও ভালোবাসার স্থান। ম্যাডাম যে এত বেশি কাজ পাগল ছিলেন, তা আমার মনে হয় এই বিভাগের কারো কাছে অজানা নয়। ম্যাডাম যখন ২০২৩ সালের মাঝামাঝি সময়ে অসুস্থ হয়ে পড়েন, তখন তাঁর সাথে আমি পরীক্ষার ফলাফল সংক্রান্ত কাজে যুক্ত ছিলাম। এত অসুস্থতার মাঝেও তিনি কাজগুলো সম্পন্ন করে (সকলের নিষেধের পরও) আমাদের সবাইকে অবাক করে দিয়েছেন।
ম্যাডামের সাথে কাজ করার সুবিধাজনক দিকটি: তিনি গুছিয়ে সব রেডি করে নিয়ে তারপর আলোচনায় বসেন। এই কারণেই আমরা যারা তাঁর সাথে কাজে যুক্ত হই, সবাই খুব নিশ্চিন্ত থাকি।
ছাত্র উপদেষ্টাসহ পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে ম্যাডামের সাথে এই বিভাগে কাজ করার অভিজ্ঞতা আমার। তাঁর রুমের পাশ দিয়ে হেঁটে গেলেই তিনি ডাকতেন এবং বলতেন, “এরশাদ আমি সব রেডি করে রেখেছি, তুমি কোন চিন্তা করো না।” আমি এখনো বিশ্বাস করতে পারি না যে, চলে যাওয়ার একদিন আগেও ম্যাডাম কিভাবে বলেন, “আমি সব রেডি করে রেখেছি ১৫ ডিসেম্বর আমরা একসাথে প্রশ্নপত্র প্রিন্ট করবো!” ম্যাডাম এই কাজটিই আপনার সাথে অসমাপ্ত রইলো। ১৪ ডিসেম্বর আমাদের সকলকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
আপনার ছাত্র-ছাত্রীদের যে আপনি এত ভালোবাসতেন; স্নেহ-মমতায় আগলে রাখতেন, তা হয়তো তাদেরকে বুঝতেই দিতেননা। আপনি আমাদের সকলের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল, আপনার শত-সহস্র শিক্ষার্থীর দোয়া ও ভালবাসায়। মহান আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন- আমিন।
- This author does not have any more posts.